নাদওয়াতুল মুসান্নিফীন প্রকাশিত বইয়ের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
নাদওয়াতুল মুসান্নিফীন ছিল দিল্লির একটি ইসলামি গবেষণা একাডেমি ও প্রতিষ্ঠান। আতিকুর রহমান উসমানি, হামিদ আল-আনসারি গাজি, হিফজুর রহমান সিওহারভি এবং সাইদ আহমদ আকবরাবাদী এটি প্রতিষ্ঠা করেন। নিচে এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত বইয়ের একটি তালিকা রয়েছে।
গ্রন্থের নাম | লেখক |
---|---|
কুরআন ও তাফসীর সম্পর্কিত | |
আখবারুত তানজিল | ইসমাইল সাম্ভালি |
আল ফাউজুল কাবির ফি উসুলুত তাফসির (উর্দু অনুবাদ) | শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, আবদুর রশিদ আনসারী |
আল বাছির | আব্দুল হাই ফারুকী |
তাদউইনে কুরআন | মানাজির আহসান গিলানি |
তাফসীরে মাযহারী | কাজী সানাউল্লাহ পানিপতি |
ফেহমে কুরআন | সাইদ আহমদ আকবরাবাদী |
লুগাতুল কুরআন | আবদুর রশিদ নোমানী |
হিকমাতুল কুরআন | মুহাম্মদ তাকি আমিনী |
কাসাসুল কুরআন | হিফজুর রহমান সিওহারভি |
হাদিস শাস্ত্র সম্পর্কিত | |
তারজুমানুস সুন্নাহ | বদরে আলম মিরাঠী |
উসওয়ায়ে হাসানাহ | জাফিরুদ্দিন মিফতাহি |
কিতাবে হাদিস | মিন্নাতুল্লাহ রহমানি |
হাদিস কা দিরায়াতি মেয়ার | মুহাম্মদ তাকি আমিনী |
মাআসর ওয়া মাআরিফ | আতহার মুবারকপুরী |
ইসলামি ইতিহাস সম্পর্কিত | |
আছর ওয়া আখবার | আতহার মুবারকপুরী |
তারিখে মিল্লাত (১–৩ খণ্ড) | জয়নুল আবেদীন সাজ্জাদ মিরাঠী |
তারিখে মিল্লাত (৪–১১ খণ্ড) | ইন্তিজামুল্লাহ শেহবাই |
তারিখে তাবারি কে মাআখাজ কা তানকিদি মুতাআলা | নিসার আহমেদ ফারুকী |
তারিখি মাকালাত | কে. এ. নিজামী |
তাহজীব কি তাশকিলে জাদিদ | মুহাম্মদ তাকি আমিনী |
মুসালামনো কি ফিরকাবন্দিয়োন কা আফসানা | মানাজির আহসান গিলানি |
সরকাশিয়ে জিলা বিজনোর | সৈয়দ আহমদ খান |
উলামায়ে হিন্দ কা শানদার মাজি | মুহাম্মদ মিয়া দেওবন্দি |
হিন্দুস্তান মে আরবোঁন কি হুকুমাতেন | আতহার মুবারকপুরী |
সুফিবাদ সম্পর্কিত | |
ইমদাদুল মুশতাক | আশরাফ আলী থানভী |
তারিখে মাশায়েখে চিশত | কে. এ. নিজামী |
অন্যান্য বিষয়ে | |
ইসলাম কা নিজামে হুকুমাত | হামিদ আল-আনসারি গাজি |
ইসলাম কা নিযমে মাসাজিদ | জাফিরুদ্দিন মিফতাহি |
উরোজ ওয়া জাওয়াল কা ইলাহি নিজাম | মুহাম্মদ তাকি আমিনী |
হায়াতে আবদুল হাই | আবুল হাসান আলী নদভী |
তালিমাতে ইসলামি আওর মাশহিহি আকওয়াম | মুহাম্মদ তৈয়ব কাসেমি |
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- খান, আব্দুল ওয়ারিস (১৯৯৯)। ইসলামি উলুম মে নদওয়াতুল মুসান্নিফীন কি খিদমাত : এক মুতালা। ইসলামিক বুক ফাইন্ডেশন।