নাজিরগঞ্জ ইউনিয়ন

পাবনা জেলার সুজানগর উপজেলার একটি ইউনিয়ন

নাজিরগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার সুজানগর উপজেলা একটি ইউনিয়ন।[১]

নাজিরগঞ্জ
ইউনিয়ন
নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ।
নাজিরগঞ্জ রাজশাহী বিভাগ-এ অবস্থিত
নাজিরগঞ্জ
নাজিরগঞ্জ
নাজিরগঞ্জ বাংলাদেশ-এ অবস্থিত
নাজিরগঞ্জ
নাজিরগঞ্জ
বাংলাদেশে নাজিরগঞ্জ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৩২′৫২″ উত্তর ৮৯°১৫′৪৩″ পূর্ব / ২৩.৫৪৭৭৮° উত্তর ৮৯.২৬১৯৪° পূর্ব / 23.54778; 89.26194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাপাবনা জেলা
উপজেলাসুজানগর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সাক্ষরতার হার
 • মোট৪২.৮২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

নাজিরগঞ্জ ইউনিয়ন ২১টি গ্রাম ও ৪১টি মৌজা নিয়ে গঠিত। এই এলাকার প্রধান পেশা হল কৃষি। ইউনিয়নের দক্ষিণে পদ্মা নদী এবং উত্তরে গাজনার বিল আছে যার সৌন্দর্য উপভোগ করতে প্রচুর মানুষের সমাগম হয়।

অবস্থান সম্পাদনা

ইউনিয়ন পরিষদ সম্পাদনা

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

অত্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভালো ।

রাস্তা ঘাট সম্পাদনা

নাজিরগঞ্জ ইউনিয়নে ২০ কিলোমিটার পাকা রাস্তা ও ১৮ কিলোমিটার কাঁচা রাস্তা আছে।

হাট বাজার সম্পাদনা

এই ইউনিয়নে ৪ টি হাট রয়েছে । এর মধ্যে দুইটি হাট বড় ও দুইটি হাট ছোট । এবং দুইটি বাজার রয়েছে ।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, ১টি কওমি মাদ্রাসা, ২টি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে ।

নাজিরগঞ্জ ৪টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছেঃ- ১।  নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ।

২।  উদয়পুর উচ্চ বিদ্যালয়।

৩। আমেনা খাতুন বালিকা বিদ্যালয়।

৪। শাহিদা জলিল গার্লস স্কুল

৫। নাজিরগঞ্জ বাস স্টান্ড দারুল উলূম কওমী মাদরাসা

৬। উদয়পুর মাদ্রাসা

৭। বড়খাপুর মাদ্রাসা।

দর্শনীয় স্থান সম্পাদনা

গাজনার বিল সহ ফেরিঘাট,নীল কুঠি,পদ্মা নদী,বড়খাঁপুর বটতলা,

প্রভৃতি দর্শনীয় স্থান উল্লেখ্য ।

ব্যাংক ও এনজিও সম্পাদনা

উল্লেখযোগ্য ভাবে এই ইউনিয়নে ব্র্যাক, সিসিডিবি, গ্রামীণ ব্যাংক, আশা, পাবনা প্রতিশ্রুতি, অনন্য সমাজ কল্যাণ প্রভৃতি সংস্থা রয়েছে ।

ধর্ম ও ধর্মীয় উৎসব সম্পাদনা

খাদ্য সম্পাদনা

কৃতী ব্যক্তিত্ব সম্পাদনা

সরদার জয়েনউদ্দীন জন্ম : কামারহাট (১৯১৮ - ২২ ডিসেম্বর, ১৯৮৬) একজন বাংলাদেশী লেখক, ঔপন্যাসিক, গল্পকার ও সম্পাদক। তিনি বাংলাদেশে বইমেলার প্রবর্তক। বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৬৭ সালে বাংলা একাডেমি পুরস্কার ও আদমজী সাহিত্য পুরস্কার এবং ১৯৯৪ সালে মরণোত্তর বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-এ ভূষিত হন।

আবদুল গনি হাজারী জন্ম : নওয়াগ্রাম (১২ জানুয়ারি, ১৯২১ - ১৯৭৬) ছিলেন একজন বাঙালি কবি ও সাংবাদিক। সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬৪ সালে ইউনেস্কো পুরস্কার ও ১৯৭২ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৯০ সালে মরণোত্তর একুশে পদক লাভ করেন।

চঞ্চল চৌধুরী (জন্ম : কামারহাট ( মোহনপুর ) ১ জুন, ১৯৭৪) একজন বাংলাদেশি অভিনেতা, মডেল, শিক্ষক ও গায়ক। তিনি টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমেই অভিনয় করে থাকেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এবং সেরা অভিনেতা বিভাগে একটি দর্শক জরিপ পুরস্কার ও দুটি সমালোচক পুরস্কার বিজয়সহ মোট বারোটি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নাজিরগঞ্জ ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৫