নাজিয়া সাদিক

ক্রিকেটার

নাজিয়া সাদিক (ইংরেজি: Nazia Sadiq); (৭ আগস্ট ১৯৭৬) হলেন একজন পাকিস্তানি সাবেক নারী ক্রিকেটার। তিনি মূলত একজন ডান-হাতি ব্যাটসম্যান হিসেবে পরিচিত ছিলেন। তিনি তার খেলোয়াড়ী জীবনে ১টি মাত্র টেস্ট ম্যাচ, ৯টি ওডিআই এবং ৩টি টি২০ ম্যাচ খেলেছেন।[১]

নাজিয়া সাদিক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামনাজিয়া সাদিক
জন্ম (1976-08-17) ১৭ আগস্ট ১৯৭৬ (বয়স ৪৭)
পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডান-হাতি ব্যাটসম্যান
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক১০ ডিসেম্বর ১৯৯৭ বনাম ডেনমার্ক
শেষ ওডিআই২৬ মে ২০০৯ বনাম আয়ারল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৯/১০সেন্ট্রাল জোন সবুজ নারী
২০০৯/১০পাকিস্তান নারী
পাঞ্জাব নারী (পাকিস্তান)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওয়ানডে টি২০ আই
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ৩৪ ৭৮ ৩৪
ব্যাটিং গড় ৬.৫০ ৯.৭৪ ১১.৩৩
১০০/৫০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ১৩ ৩৭ ২৩
বল করেছে ২৪০ ১৮০ -
উইকেট -
বোলিং গড় ১০২.৫০ ২০.৭৫ -
ইনিংসে ৫ উইকেট - - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ১/২৩ ২/৮ -
ক্যাচ/স্ট্যাম্পিং ৪/– ৩/– -/-
উৎস: ক্রিকইনফো, ১৬ মার্চ ২০১৪

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

নাজিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭ এপ্রিল ১৯৯৮ সালে টেস্ট ম্যাচ খেলার মধ্যে দিয়ে। উক্ত টেস্ট ম্যাচে তিনি প্রথম ইনিংসে ০ রানে আাউট হলে দ্বিতীয় ইনিংসে ১৩ রান করেন।[২] তিনি পূর্বে পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে টেস্ট ক্রিকেট এবং একদিনের আন্তর্জাতিক খেলায় প্রতিনিধিত্ব করেছিলেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা