নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিদ্যালয়

নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় বাংলাদেশ এর রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত একটি বিদ্যালয়।[২] বিদ্যায়লটির সুন্দর ও মনোরম পরিবেশ সবাইকে আকৃষ্ট করে। এর পাশেই পুকুর আছে।

নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়
নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়
নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়
স্থাপিত১৯৫৭ (1957)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী
ভারপ্রাপ্ত আধিকারিক
মোহাঃ বাইরুল ইসলাম
ঠিকানা
নাচোল[১]
, ,
শিক্ষাঙ্গনমফস্বল
পোশাকের রঙ        
ওয়েবসাইটnphs.sof.edu.bd
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়.প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন মরহুম মোঃ অালহাজ্ব মাইনুল হক। [৩]

অবকাঠামো সম্পাদনা

 

বিদ্যালয় এর মোট ২ টি পাকা ভবন রয়েছে। ক্যাম্পাস এর ভেতরে খেলার মাঠ রয়েছে। এছাড়াও নাচোল এর সর্ব বৃহৎ মন্দির টি ও এই বিদ্যালয় এর পাশেই অবস্থিত। বিদ্যালয়ের একটা অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ও বিজ্ঞান ল্যাব আছে। এখানে বিদ্যালয় এর শিক্ষার্থীরা তাদের গবেষণা এবং কম্পিউটার ব্যবহার করে নিজেদের স্কিল ডেভেলপ করতে পারে।

আরো দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা"jugantor.com। ৭ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়"nphs.sof.edu.bd। মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি ও বেসিস। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক"nachole.com। ১৪ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৮