নাগমতী (চলচ্চিত্র)
নাগমতী গৌতম চট্টোপাধ্যায় রচিত ও পরিচালিত ১৯৮২ সালের বাংলা ভাষার ভারতীয় নাট্য চলচ্চিত্র।[১] শুভলক্ষ্মী প্রোডাকশনের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন শিবপ্রসাদ সেন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন জয় বন্দ্যোপাধ্যায়, শ্রীলা মজুমদার ও অতনু রায়। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেন গৌতম চট্টোপাধ্যায়।[২]
নাগমতী | |
---|---|
পরিচালক | গৌতম চট্টোপাধ্যায় |
প্রযোজক | শিবপ্রসাদ সেন |
চিত্রনাট্যকার | গৌতম চট্টোপাধ্যায় |
কাহিনিকার | প্রফুল্ল রায় |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | গৌতম চট্টোপাধ্যায় |
চিত্রগ্রাহক | বিবেক বন্দ্যোপাধ্যায় |
সম্পাদক | বুলু ঘোষ |
প্রযোজনা কোম্পানি | শুভলক্ষ্মী প্রোডাকশন |
পরিবেশক | সান্ত্বনা মুভিজ |
মুক্তি |
|
স্থিতিকাল | ১১৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৮২ সালের ৭ই ডিসেম্বর সীমিত পরিসরে[৩] এবং ১৯৮৩ সালের ২৭শে মে বৃহৎ পরিসরে মুক্তি পায়।[৪] এটি ৩০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্য পদক অর্জন করে।[৫]
অভিনয়শিল্পীদল
সম্পাদনা- জয় বন্দ্যোপাধ্যায়
- শ্রীলা মজুমদার
- আলপনা গুপ্ত
- গীতা কর্মকার
- গোপা সেনগুপ্ত
- জরিনা
- আনন্দ মুখোপাধ্যায়
- উত্তম গাংগুলী
- বুলু ঘোষ
- অপূর্ব বন্দ্যোপাধ্যায়
- রথীন দাসগুপ্ত
- অতনু রায়
- সাধন বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত
সম্পাদনানাগমতী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা ও গীত রচনা করেছেন গৌতম চট্টোপাধ্যায়। গানে কণ্ঠ দেন পবন দাস বাউল ও বনশ্রী সেনগুপ্ত।[৪]
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "দরিয়ায় আইলো তুফান" | পবন দাস বাউল | ৩:৩৭ |
পুরস্কার
সম্পাদনাবছর | পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
১৯৮৩ | ৩০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য রাষ্ট্রপতির রৌপ্য পদক | গৌতম চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ সেন | বিজয়ী | [৫] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Director's cut: Man with the Midas touch"। দ্য টাইমস অব ইন্ডিয়া। ২১ জুন ২০০৯। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Nagmati (1983) – Review, Star Cast, News, Photos"। সিনেস্তান। ২৮ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২৪।
- ↑ "Nagmoti"। দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২৪।
- ↑ ক খ "চিত্র বিবরণ - নাগমতী"। বেঙ্গল ফিল্ম আর্কাইভ। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২৪।
- ↑ ক খ "30th National Film Awards" (পিডিএফ)। চলচ্চিত্র উৎসব অধিদপ্তর। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে নাগমতী (ইংরেজি)