নরেন্দরপাল সিং

ভারতীয় লেখক

নরেন্দ্রপাল সিং (জন্ম ১৯২৪, লায়ালপুর, ব্রিটিশ ভারত) একজন পাঞ্জাবী ঔপন্যাসিক।

কর্মজীবন সম্পাদনা

১৯৪২ খ্রিষ্টাব্দ থেকে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। এই সময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পশ্চিম এশিয়ায় কর্মরত ছিলেন। তিনি ১৯৬২-১৯৬৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত  ভারতের রাষ্ট্রপতির সামরিক সচিব ছিলেন। ১৯৭৩ খ্রিষ্টাব্দে তিনি ব্রিগেডিয়ার পদে অবসর নেন।[১]

রচনা সম্পাদনা

  • ট্র্যাপড[২]
  • অন দ্য ক্রেস্ট অব টাইম[৩]
  • দ্য ফ্লেমিং হিলস[৪]
  • মোহন সিং
  • ফারোজ ইন দ্য স্নো
  • লাইট স্ট্যান্ডস অ্যাসাইড
  • ক্রসরোডস
  • সূতরধার
  • টাপূ
  • ওয়ালহু নিক্কী

পুরস্কার সম্পাদনা

তিনি ১৯৭৬ খ্রিষ্টাব্দে বা মুলহাজা হোশিয়ার নামক তার গ্রন্থ রচনার জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন[৫][৬]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Narenderpal Singh"thesikhencyclopedia.com। ১৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৬ 
  2. "Trapped"worldcat.org। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৬ 
  3. "On the crest of time"worldcat.org। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৬ 
  4. "The flaming hills"worldcat.org। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৬ 
  5. "Sahitya Akademi Award for 1976"indiatoday.intoday.in। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৬ 
  6. "Sahitya Akademi Award winners for 1976 Punjab (work Baa mulahaza hoshiar)"sahitya-akademi.gov.in। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৬