নরওয়েজীয় ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষ
নরওয়েজিয়ান যোগাযোগ কর্তৃপক্ষ (নরওয়েজীয়: Nasjonal kommnikasjonsmyndighet), যাকে নরওয়েজিয়ান ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষও (Post- og teletilsynet) বলা হয়ে থাকে, হল একটি সরকারী প্রতিষ্ঠান যেটি নরওয়ের টেলিযোগাযোগ এবং ডাক সংক্রান্ত কার্যাদি নিয়ন্ত্রণ করে। এই সংস্থার প্রধান দায়িত্ব হল টেলিযোগাযোগের বাজার নিয়ন্ত্রণ করা, নম্বর বণ্টন, ফ্রিকোয়েন্সি কনসেসন্স ইত্যাদি।
Nasjonal kommunikasjonsmyndighet | |
সংস্থার রূপরেখা | |
---|---|
গঠিত | ১৯৮৭ |
যার এখতিয়ারভুক্ত | নরওয়ে সরকার |
সদর দপ্তর | লিলিস্যান্ড |
মূল সংস্থা | নরওয়েজিয়ান পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় |
ওয়েবসাইট | www.nkom.no |
বাইরের সংযোগ
সম্পাদনা- Web site ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ ডিসেম্বর ২০১৮ তারিখে