নবযুগ কলেজ
নবযুগ কলেজ বাংলাদেশের ঢাকা জেলার ধামরাই উপজেলার একটি বেসরকারি মহাবিদ্যালয়।[১]
![]() | |
প্রাক্তন নাম | নবযুগ ডিগ্রী কলেজ |
---|---|
নীতিবাক্য | জ্ঞানেই শক্তি |
ধরন | বেসরকারি কলেজ |
স্থাপিত | ৭ জানুয়ারি ১৯৭২ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা শিক্ষা বোর্ড বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড |
ইআইআইএন | ১০৭৯৫৪ |
অধ্যক্ষ | নিয়ামুল কবির |
উপাধ্যক্ষ | জাহাঙ্গীর আলম |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২৮ |
শিক্ষার্থী | ৭৮৯ |
স্নাতক | ৩৫৯ |
অন্যান্য শিক্ষার্থী | ৪৩০ |
ঠিকানা | কুশুরা, ধামরাই , , ১৩৫০ , বাংলাদেশ ২৩°৫৪′৪৭″ উত্তর ৯০°১৩′০৪″ পূর্ব / ২৩.৯১৩১° উত্তর ৯০.২১৭৮° পূর্ব |
শিক্ষাঙ্গন | গ্রামীণ, ৮ একর (৩.২ হেক্টর) |
ভাষা | বাংলা |
ওয়েবসাইট | www |
![]() |
ইতিহাস
সম্পাদনা১৯৭২ সালে নবযুগ কলেজ এলাকার মুক্তিযোদ্ধাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটি নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ ও নবযুগ ডিগ্রি কলেজ নামেও পরিচিত। ঢাকা জেলার ধামরাই উপজেলার কুশুরা এলাকায় অবস্থিত। কলেজটির শিক্ষা প্রতিষ্ঠান সনাক্তকরণ নম্বর ১০৭৯৫৪।[২] এখানে ১৯৭২ সালে উচ্চমাধ্যমিক (এইচএসসি) এবং ১৯৮২ সালে ডিগ্রি (পাস) কোর্স চালু হয়। পরবর্তীতে, ০১ আগস্ট ১৯৮৬ সালে এইচএসসি স্তরে এবং ০১ আগস্ট ১৯৮৯ সালে ডিগ্রি (পাস ) স্তরে কলেজটি এমপিওভুক্ত হয়। ২০০৪-০৫ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি-বিএম শাখার কোর্স চালু করা হয়। এরপর, ২০১০-১১ শিক্ষাবর্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তিনটি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়।
এছাড়া, কলেজে ১৯৯৬ এবং ২০১৯ সালে যথাক্রমে সপ্তম ও ১৬তম ঢাকা জেলা রোভার মুট অনুষ্ঠিত হয়েছিল, যা শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দেয়।[৩]
ক্যাম্পাস
সম্পাদনাপ্রতিষ্ঠানটির অবকাঠামোগত সুবিধার মধ্যে রয়েছে দুটি দ্বিতল একাডেমিক ভবন, একটি চতুর্থ তলা বিশিষ্ট আইসিটি ভবন, একটি সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক যন্ত্রপাতিসম্পন্ন বিজ্ঞান গবেষণাগার, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিভিন্ন ফুল ও ফলের বাগান এবং একটি বৃহৎ খেলার মাঠ। কলেজটির মোট জমির পরিমাণ প্রায় ৮.২০ একর।
উপলব্ধ কোর্স
সম্পাদনানবযুগ কলেজ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিম্নলিখিত সম্মান এবং পাস কোর্সগুলি প্রদান করে:[৪][৫][৬]
- উচ্চ মাধ্যমিক
- বিজ্ঞান (আসন ৫০)
- মানবিক (আসন ২৫০)
- ব্যবসায় শিক্ষা (আসন ৬০)
- এইচএসসি বিএমটি
- স্নাতক ডিগ্রি (পাস)
- বিএ (পাস)
- বিএসএস (পাস)
- বিবিএস (পাস)
- স্নাতক ডিগ্রি সম্মান
- ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি
- রাষ্ট্রবিজ্ঞান
- সামাজকর্ম
শিক্ষার্থী
সম্পাদনা২০২৫ সালের তথ্যানুসারে কলেজে মোট শিক্ষার্থীর সংখ্যা ৭৮৯ জন। তার মধ্যে,
- উচ্চ মাধ্যমিক ২৩৫ জন
- ডিগ্রী (পাস) ২০৮ জন
- স্নাতক (সম্মান) ১৫১ জন
- এইচএসসি বিএমটি ১৯৫ জন
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "National University :: College Details"। nubd.info। ২০২৪-১০-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৫-০২-১৮।
- ↑ "ধামরাইয়ে কলেজ ফটকে লেখা 'বিশ্ববিদ্যালয়'"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৫-০২-১৮।
- ↑ "16th Dhaka District Rover Moot 2019 | World Scouting"। sdgs.scout.org (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-১৮। সংগ্রহের তারিখ ২০২৫-০২-১৮।
- ↑ honoursadmission.com। "Honours Admission - Destination After HSC & Equivalent"। Honours Admission (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-১৮।
- ↑ www.nuc.edu.bd https://www.nuc.edu.bd/#/home। সংগ্রহের তারিখ ২০২৫-০২-১৮।
|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ "Nabajug Degree College ( EIIN 107954 ) - Eduportalbd.com"। locator.eduportalbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০২-১৮।