নবনীত ঢোলাকিয়া

ব্রিটিশ রাজনীতিবিদ

নবনীত ঢোলাকিয়া, ব্যারন ঢোলাকিয়া ওবিই পিসি ডিএল (জন্ম ৪ মার্চ ১৯৩৭) একজন ব্রিটিশ লিবারেল ডেমোক্র্যাট রাজনীতিবিদ এবং হাউস অফ লর্ডসে লিবারেল ডেমোক্র্যাটদের ডেপুটি লিডার।

The Right Honourable
নবনীত ঢোলাকিয়া
হাউস অফ লর্ডসে লিবারেল ডেমোক্র্যাটদের সহ-ডেপুটি লিডার
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৪শে নভেম্বর ২০০৪
সাথে ছিলেন দ্য লর্ড ওয়ালেস অফ সালটেয়ার (২০০৪–২০১০)
ব্যারনেস ওয়ালমসল (২০১৭-)
লিবারেল ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট
কাজের মেয়াদ
১লা জানুয়ারি ২০০১ – ৩১শে ডিসেম্বর ২০০৪
নেতাচার্লস কেনেডি
পূর্বসূরীডায়ানা ম্যাডক
উত্তরসূরীসাইমন হিউজ
হাউস অফ লর্ডস
লর্ড টেম্পোরাল সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৪শে অক্টোবর ১৯৯৭
লাইফ পিরেজ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1937-03-04) ৪ মার্চ ১৯৩৭ (বয়স ৮৭)
রাজনৈতিক দললিবারেল ডেমোক্র্যাট
দাম্পত্য সঙ্গীঅ্যান ম্যাকলুস্কি
সন্তান

শিক্ষা সম্পাদনা

নবনীত ভারততানজানিয়ায় পড়াশুনা করেছেন। তিনি ধোলাকিয়া ব্রাইটন টেকনিক্যাল কলেজে পড়ার জন্য ব্রিটেনে আসেন। তিনি শোরহ্যাম-বাই-সি-তে সাউথল্যান্ডস হাসপাতালে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে প্রথম চাকরি নেন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

তিনি ১৯৬৭ সালে লেডি ঢোলাকিয়া, কুমারী নাম অ্যান ম্যাকলুস্কিকে বিয়ে করেন। তাদের দুটি কন্যা রয়েছে এবং তারা পশ্চিম সাসেক্সে থাকেন। তিনি গুজরাটি বংশোদ্ভূত হিন্দু[১]

উৎস সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Kasturi, Charu Sudan (আগস্ট ২৫, ২০১৪)। "UK plays Gujarati card in wooing game"। The Telegraph (Calcutta)। 
পার্টির রাজনৈতিক কার্যালয়
পূর্বসূরী
Diana Maddock
President of the Liberal Democrats
2000–2004
উত্তরসূরী
Simon Hughes
Orders of precedence in the United Kingdom
পূর্বসূরী
The Lord Brooke of Alverthorpe
Gentlemen
Baron Dholakia
Followed by
The Lord Puttnam