নবকুমার ইন্সটিটিউশন
নবকুমার ইন্সটিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজ বাংলাদেশের ঢাকা শহরের উমেশ দত্ত সড়কে (৭ নং বকশীবাজার সড়ক) অবস্থিত শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান। পুরান ঢাকার এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর নামকরণ করা হয় এলাকার জমিদার নবকুমারের নামানুসারে। প্রতিষ্ঠানটি শহরের বকশীবাজার এলাকায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার মাঝে অবস্থিত। প্রতিষ্ঠানটি পুরনো ঢাকার অভিজাত পরিবার গুলির বাসস্থান লালবাগ, ইসলামপুর, ওয়ারীসহ গোটা ঢাকার বিত্তবান, সম্মানিত ও বিশিষ্টজনের সন্তানদের লেখাপড়ার অন্যতম পছন্দের প্রতিষ্ঠান ছিল।[২]
নবকুমার ইন্সটিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজ | |
---|---|
অবস্থান | |
১৬ উমেশ দত্ত রোড, বকশীবাজার, ঢাকা বাংলাদেশ | |
তথ্য | |
ধরন | বেসরকারি |
প্রতিষ্ঠাকাল | ১৯১৬ |
বিদ্যালয় জেলা | ঢাকা |
বিদ্যালয় কোড | ১০৮১৫৪[১] |
শ্রেণি | প্রাক-প্রথম থেকে দ্বাদশ |
ক্যাম্পাসের ধরন | শহরে অবস্থিত |
শিক্ষা বোর্ড | ঢাকা |
শাখা সংখ্যা | ১ |
ইতিহাস
সম্পাদনাপুরান ঢাকার অভিজাত এলাকায় শিক্ষার বিস্তার ঘটাতে ১৯১৬ সালে তৎকালীন জমিদার বাবু নবকুমার এই শিক্ষায়তন প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর নামেই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। ১৯৭৩ সাল পর্যন্ত এর শুধু বিদ্যালয় শাখা চালু ছিল। সেই বছর এর কলেজ শাখা শুরু হয়। বর্তমানে ঢাকার মিরপুরে অবস্থিত সরকারি বাঙলা কলেজে শ্রেণীপাঠ নবকুমার ইন্সটিটিউশনে শুরু হয়েছিল। মুহম্মদ শহীদুল্লাহ বাংলা কলেজে অধ্যাপনা করতেন। তাঁর স্মরণে নবকুমার ইন্সটিটিউশনের কলেজ অংশটির নাম ড. শহীদুল্লাহ কলেজ করা হয়।[৩]
কৃতি শিক্ষার্থী
সম্পাদনা- স্বাধীনতা পূর্ব সময়ের কৃতি অ্যাথলেট ও মুক্তিযোদ্ধা এ কে এম মিরাজ উদ্দিন এই প্রতিষ্ঠান হতে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছিলেন।[৪]
- ১৯৬৯ এর গণ-অভ্যুত্থানে নিহত কর্মী মতিউর রহমান নবকুমার ইন্সটিটিউটের দশম শ্রেনীর ছাত্র ছিলেন।[৩][৫]
- সাবেক তথ্য ও যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Nabakumar Institution & Dr. Shahidullah College"। সহপাঠি। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "শতবর্ষে নবকুমার ইন্সটিটিউশন ও ড. শহীদুল্লাহ কলেজ"। দৈনিক যুগান্তর। ২০১৫-০৬-২২। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।
- ↑ ক খ "নবকুমার ইনস্টিটিউট"। বাংলাপিডিয়া। ২০২০-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।
- ↑ "বিস্মৃতির অতলে মানিকগঞ্জের শহীদ মিরাজ"। বাংলানিউজ২৪.কম। ২০১১-১২-২৭। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।
- ↑ ক খ "শতবর্ষ উদ্যাপন করলো ঐতিহ্যবাহী 'নবকুমার ইন্সটিউশন'"। চ্যানেল আই অনলাইন। ২০১৫-১২-১৯। ২০২০-০৫-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৭।