নাদিয়া আলী (উপস্থাপিকা)

(নদিয়া আলী থেকে পুনর্নির্দেশিত)

নাদিয়া আলী বাংলাদেশী বংশোদ্ভূত একজন ব্রিটিশ টেলিভিশন উপস্থাপিকা ও বেতার শিল্পী। তিনি বিবিসি এশিয়ান নেটওয়ার্কের ধারাবাহিক সানডে ইভিনিং উপস্থাপন করার জন্য বিখ্যাত।

নাদিয়া আলী
জন্ম (1984-11-15) ১৫ নভেম্বর ১৯৮৪ (বয়স ৩৯)
জাতীয়তাব্রিটিশ
পেশাটেলিভিশন উপস্থাপিকা, বেতার উপস্থাপিকা, ব্যারিস্টার
কর্মজীবন২০১৫–বর্তমান
পিতা-মাতামোহাম্মদ জহির আলী (পিতা)
জিনাত আলী (মাতা)

কর্মজীবন সম্পাদনা

২০০৫[১] সালে ২০ বছর বয়সে নাদিয়া আলী চ্যানেল এস-এ শিশুদের লাইভ অনুষ্ঠানের প্রায় ছয় বছর কাজ করেন।[২] তিনি যুক্তরাজ্য ও ইউরোপ জুড়ে বেশ কিছু পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অন্যান্য বিখ্যাত অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। এর মধ্যেে উল্লেখযোগ্য ২০১১ সালের চ্যানেল এস এর পুরস্কার প্রদান অনুষ্ঠান, ব্রিটিশ বাংলাদেশিদের ২০১১ সালের হু’স হু পুরস্কার, এনটিভি মেগা কনসার্ট ও যশ রাজ ফিল্মসের আজা নাচলে প্রতিযোগিতা। তিনি এছাড়াও বি৪ইউ ও এটিএন বাংলা ও এনটিভিতে[৩] কাজ করেছেন তিনি।[১]

২০১১ সালে আরও একজনের সাথে মিলে তিনি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক রিয়েলিটি টেলিভিশন শো “ফরগোটেন রুটস” পরিচালনা করেন।[৪] এখানে মূলত ১০ জন যুবকের তাদের নিজেদের অস্তিত্ত্বের খোঁজে সাড়া পৃথিবী ঘুরে বেড়াতে দেখা যায়[১] এবং এটি দেশের প্রথম সারির টেলিভিশনে প্রচারিত হয়। ২০১২ সালের মে মাসে তিনি লন্ডনের ভিক্টোরিয়া পার্কে বৈশাখী মেলারও পরিচালক হিসাবে কাজ করেন। ২০১২ সালের ডিসেম্বর থেকে তিনি বিবিসির এশিয়ান নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত গান, সংবাদ ও বিনোদনের অনুষ্ঠান পরিচালনা করে আসছেন।[৪] ২০১৩ সালে এই শোটি বিবিসির রেডিও ও মিউজিক পুরস্কার লাভ করে।

২০১৪ সালের জুলাইয়ে রমজান রাউন্ডআপ নামে একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের চতুর্থ এপিসোডটি তাকে ঘিরে তৈরি করা হয়েছিল যা লাইমলাইট চলচ্চিত্র উৎসব ২০১৫-এ জাতীয় পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল।[৫]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Karim, Mohammed Abdul; Karim, Shahadoth (অক্টোবর ২০১৩)। British Bangladeshi Who's Who (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। British Bangla Media Group। পৃষ্ঠা 20। ৯ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৪ 
  2. "Nadia Ali" (ইংরেজি ভাষায়)। BBC Asian Network। ২৬ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৪ 
  3. "BBC Asian Network Unveils New Sunday Language Programmes"punjab2000.com (ইংরেজি ভাষায়)। ১৭ নভেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৪ 
  4. Parks, Carla (১৪ আগস্ট ২০১৩)। "Asian Network presenter Nadia Ali juggles media with law"Ariel। ২১ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৪ 
  5. Rahman, Emdad (২০ মে ২০১৫)। "Ibrahim is shortlisted for film award"। London: East London News। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা