নতুন আবিষ্কার (অসমীয়া: নতুন আৱিষ্কাৰ) অসমীয়া ভাষায় শিশুদের জন্যে প্রকাশিত একটি বিজ্ঞান ম্যাগাজিন। যোরহাট থেকে প্রকাশ হওয়া এই ম্যাগাজিনের সম্পাদক শিশু সাহিত্যের জন্যে সাহিত্য একাডেমী পুরস্কার বিজয়ী সাহিত্যিক শান্তনু তামূলী[১][২]

নতুন আবিষ্কার
সম্পাদকশান্তনু তামূলী
প্রকাশনা সময়-দূরত্বমাসিক
প্রকাশকমৌচাক প্রকাশন
দেশভারতভারত অসম
ভাষাঅসমীয়া

ইতিহাস সম্পাদনা

উল্লেখযোগ্য অনুচ্ছেদসমূহ সম্পাদনা

বিজ্ঞানের আৰ্হি : বিভিন্ন ধরনের সামগ্রী নিৰ্মাণের বৈজ্ঞানিক পদ্ধতিসমূহ প্ৰকাশ হয় ।

দেশে দেশে অভয়ারণ্য : দেশ বিদেশের রাষ্ট্রীয় উদ্যানসমূহের পরিচয়মূলক প্রবন্ধ প্ৰকাশ হয়।

বিজ্ঞান-বিস্ময় : পৃথিবীর অদ্ভুত প্ৰাণী, উদ্ভিদ ইত্যাদির পরিচয়মূলক লেখনি ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Sahitya Academy Award to Dr Santanu Tamuli"। The Sentinel। 24 August। ২০১৬-০৩-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 16 April 2013  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "Popular publications in Assam"। Assam.net। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৩