নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন

মাশরাফী বিন মোর্ত্তজার প্রতিষ্ঠিত বাংলাদেশে দাতব্য সংস্থা

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন একটি অলাভজনক নড়াইলভিত্তিক দাতব্য সংস্থা, যেটি ২০১৭ সালে বাংলাদেশী ক্রিকেটার এবং রাজনীতিবিদ মাশরাফী বিন মোর্ত্তজা প্রতিষ্ঠিত করেছিলেন, যা বাংলাদেশে সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা সরবাহ করে।[৪][৫][৬]

নীতিবাক্য“নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান”[১]
প্রতিষ্ঠাকাল৪ সেপ্টেম্বর ২০১৭; ৬ বছর আগে (2017-09-04)
প্রতিষ্ঠাতামাশরাফী বিন মোর্ত্তজা
ধরনসুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা
আলোকপাতসুবিধাবঞ্চিত শিশু এবং তরুনসম্প্রদায়
অবস্থান
স্থানাঙ্ক২৩°১০′২৫″ উত্তর ৮৯°৩০′৩২″ পূর্ব / ২৩.১৭৩৫৮২° উত্তর ৮৯.৫০৮৮৭৭° পূর্ব / 23.173582; 89.508877[২]
এলাকাগত সেবা
বাংলাদেশ
পরিষেবাশিক্ষা, কর্মসংস্থান, চিকিৎসা , শিল্প এবং সংস্কৃতি, ক্রীড়া এবং মানবাধিকার .[৩]
পদ্ধতিসরাসরি প্রশিক্ষণ, তহবিলের চিকিৎসা, বিভিন্নভাবে সক্ষমদের জন্য সরবরাহ করা হয়
দাপ্তরিক ভাষা
বাংলা
মালিকমাশরাফী বিন মোর্ত্তজা
ওয়েবসাইটনড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন

কার্যক্রম সম্পাদনা

২৩ ফেব্রুয়ারি ২০১৮ সালে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন নড়াইলের সুবিধাবঞ্চিত লোকদের সহায়তার জন্য “Concert for the Helpless” আয়োজন করে।[৭]

এছাড়া সংস্থাটি ডিসেম্বর ২০১৭ সালে প্রাণের পণ্য ব্যবহারের বিনিময়ে আর্থিক সহায়তা পাবার জন্য প্রাণ-আরএফএল গ্রুপের সাথে,[৬] ১৯ এপ্রিল ২০১৮ তারিখে নড়াইলের খেলোয়াড়দের জন্য খেলাধুলার প্রশিক্ষণ সুবিধা সরবরাহের জন্য আইপিডিসি ফাইন্যান্স নামের একটি বেসরকারী আর্থিক প্রতিষ্ঠানের সাথে,[৮] নড়াইলের চিকিৎসা সেবার জন্য এপ্রিল ২০১৮ সালে ক্লিনিক এবং ডায়াগনোসেস সেন্টার "প্রেসক্রিপশন পয়েন্ট" এর সাথে[৯] ও মে ২০১৮ সালে থাইরোকেয়ার টেকনোলজিস লিমিটেডের সাথে,[৯] বৃত্তি নিয়ে অধ্যয়নের জন্য ১৪ মে ২০১৮ সালে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে,[৯] কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য প্রশিক্ষণ এবং সহায়তার জন্য ১৯ মে ২০১৯ সালে সাহিনের হেল্পলাইনের সাথে[১০] চুক্তি স্বাক্ষর করে।

পুরস্কার সম্পাদনা

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন একটি বেসরকারী প্রতিষ্ঠান কর্তৃক নিম্নের পুরস্কার গ্রহণ করেছে।[১১]

বছর পুরস্কার বিভাগ ফলাফল সূত্র
২০১৯ বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনভেনশন সামিট শ্রেষ্ঠ সামাজিক সংগঠন বিজয়ী [১১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. নড়াইলকে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান হিসেবে গড়তে চান মাশরাফিএনটিভি। ৪ সেপ্টেম্বর ২০১৭। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন অবস্থান, নড়াইল এক্সপ্রেস, ৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৮ 
  3. নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, নড়াইল এক্সপ্রেস, ৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৮ 
  4. নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, ইনডিপেনডেন্ট টেলিভিশন, ২৮ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৭ 
  5. নড়াইল এক্সপ্রেস, দৈনিক প্রথম আলো, ৮ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৭ 
  6. প্রান আরএফএল নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চুক্তি, দ্য ডেইলি স্টার, সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১৭ 
  7. অপু কনসার্ট ফর ডা হেল্পলেস, কালের কণ্ঠ, ১০ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাথে আইপিডিসি ফাইন্যান্স চুক্তি, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ, ১ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১৮ 
  9. নড়াইলের উন্নয়নে নড়াইল-এক্সপ্রেসআরটিভি। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮ 
  10. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" উদ্যোক্তা তৈরি করবে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশননড়াইল ভলেন্টিয়ার্স। ১৯ মে ২০১৯। ৭ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৯ 
  11. "শ্রেষ্ঠ ফাউন্ডেশন"সমকাল। ১৪ জানুয়ারি ২০১৯। 

বহিঃসংযোগ সম্পাদনা