নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (১২৮৬ — ১৩৪১ বঙ্গাব্দে) বাংলার নবজাগরণের সময়ের অন্যতম ব্যক্তিত্ব। তিনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বীরনগরের বাসিন্দা ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষালাভ শেষ হওয়ার পর তিনি ১৯০৪ খ্রিস্টাব্দে কলকাতার আলিপুরে ওকালতি শুরু করেন। তিনি ১৯০৮ সালে মানিকতলা বোমা মামলায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সহকারী ছিলেন। তিনি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

তিনি নদিয়ার বীরনগরের সমবায় পদ্ধতিতে ইংরেজি মাধ্যম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। একই সাথে তিনি কৃষি ক্ষেত্র প্রতিষ্ঠা করে বাংলার পল্লীসমাজকে উন্নতির চেষ্টা করেন। জাতিসংঘের ম্যালেরিয়া কমিশনের সভাপতি ও ইংল্যান্ডের রস ইনস্টিটিউটের প্রধান তার পল্লী সমাজে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির পরিকল্পনাকে প্রশংসা করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. বসু, অঞ্জলি; গুপ্ত, সুবোধ চন্দ্র সেন (২০১০)। সংসদ বাঙালি চরিতাভিধান: প্রায় চার সহস্রাধিক জীবনী-সংবলিত আকর গ্রণ্থ. প্রথম খন্ড। সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২২৯। আইএসবিএন 9788179551356