নখাগ্রে ব্রহ্মাণ্ড

নখাগ্রে ব্রহ্মাণ্ড হল স্টিভেন হকিং রচিত তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বিষয়ক বই। এটি ২০০১ সালে প্রকাশিত হয়।[১][২] বইটিকে ১৯৮৮ সালে প্রকাশিত মাল্টি-মিলিয়ন-কপি বিক্রি হওয়ার কালের সংক্ষিপ্ত ইতিহাস বইয়ের অনুবর্তী পর্ব বলে গণ্য করা হয় এবং এতে কিছু বিষয় হালনাগাদ করা হয়।

নখাগ্রে ব্রহ্মাণ্ড
নখাগ্রে ব্রহ্মাণ্ড.jpg
প্রথম সংস্করণের প্রচ্ছদ
লেখকস্টিভেন হকিং
মূল শিরোনামThe Universe in a Nutshell
অনুবাদকশত্রুজিৎ দাশগুপ্ত
শর্মিষ্ঠা রায়
দেশইংল্যান্ড
ভাষাইংরেজি
বিষয়তত্ত্বীয় পদার্থবিজ্ঞান
প্রকাশকব্যান্টাম স্প্রেক্টা (মূল ইংরেজি), বাউলমন প্রকাশন (বাংলা)
প্রকাশনার তারিখ
২০০১
পৃষ্ঠাসংখ্যা২২৪
আইএসবিএন০-৫৫৩-৮০২০২-X
ওসিএলসি৪৬৯৫৯৮৭৬
530.12 21
এলসি শ্রেণীQC174.12 .H39 2001
পূর্ববর্তী বইকৃষ্ণগহ্বর এবং শিশুমহাবিশ্ব ও অন্যান্য রচনা 
পরবর্তী বইঅন দ্য সোল্ডার্স অব জায়ান্ট্‌স 

বিষয়বস্তুসম্পাদনা

হকিং এই বইতে লুকাসীয় অধ্যাপকের কাজ সম্পর্কিত বিভিন্ন বিষয় সাধারণ পাঠকদের নিকট তুলে ধরেছেন, যেমন গদেল ইনকম্পিটনেস থিওরম, এবং কোয়ান্টাম বলবিজ্ঞানের পি-ব্রান্স। তিনি আধুনিক পদার্থবিজ্ঞানের ইতিহাস ও মূলনীতি সম্পর্কে ধারণা প্রদান করেন। তিনি আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব ও রিচার্ড ফেনম্যানের ধারণাকে সমন্বয় করে একটি একত্রিত সম্পূর্ণ তত্ত্ব দাড় করার চেষ্টা করেন, যার মাধ্যমে মহাবিশ্বে যা ঘটছে তা সম্পর্কিত বিস্তারিত বিবরণ দেওয়া সম্ভব হবে।[৩]

পুরস্কারসম্পাদনা

দ্য ইউনিভার্স ইন আ নাটশেল বইটি ২০০২ সালে বিজ্ঞান বিষয়ক বই শাখায় অ্যাভেন্টিস পুরস্কার লাভ করে।

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "নখাগ্রে ব্রহ্মাণ্ড (দ্য ইউনিভার্স ইন এ নাটশেল)"রকমারি.কম। rokomari.com। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮ 
  2. "The Universe in a Nutshell By STEPHEN HAWKING"Penguin Random House (ইংরেজি ভাষায়)। penguinrandomhouse.com। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮ 
  3. The Universe in a Nutshell ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ মার্চ ২০১৮ তারিখে at Hawking.org.uk