তারামণ্ডল

(নক্ষত্রমণ্ডল থেকে পুনর্নির্দেশিত)

তারামণ্ডল (ইংরেজি: Constellation) পৃথিবী থেকে দৃশ্যমান মহাকাশ বা আকাশের ৮৮টি ভাগের যেকোনো একটি ভাগের নাম। আধুনিক কালে সমগ্র খ-গোলক-কে ৮৮টি ভাগে ভাগ করা হয়েছে যার প্রতিটিতে বিভিন্ন তারাসমূহ অবস্থান করে। মাঝেমাঝে এই শব্দটি কিছু তারার সমষ্টি বোঝাতেও ব্যবহৃত হয়। কিছু তারা মিলে একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করলে তাকে তারামণ্ডল হিসেবে অভিহিত করা হতো অনেক কাল আগে থেকেই। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই তারামণ্ডলসমূহের সংখ্যা নির্ণয় করা হয়েছে। এর মধ্যে টলেমির পদ্ধতিটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। তবে বর্তমানে ৮৮টি ভাগের অস্তিত্বকেই ধ্রুব ধরা হয়। যে তারামণ্ডলগুলো বেশ পরিচিত সেগুলোতে এমনকিছু উজ্জ্বল তারা থাকে যারা একটি সুস্পষ্ট কাঠামো গঠন করে। অবশ্য বেশির ভাগ নক্ষত্রমণ্ডলগুলোর তারাই ক্ষীণ।

কালপুরুষ মণ্ডলের একটি চিত্র, এটি সুপরিচিত একটি তারামণ্ডল যা পৃথিবীর সকল স্থান থেকেই প্রায় সারা বছর দেখা যায়।

ব্যাখ্যা

সম্পাদনা

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (আইএইউ) আকাশকে ৮৮টি ভাগে ভাগ করেছে যার প্রত্যেকটির রয়েছে সুস্পষ্ট সীমারেখা। এর ফলে এখন পৃথিবী থেকে দৃশ্যমান মহাকাশের প্রতিটি স্থানই কোন না কোন তারামণ্ডলের মধ্যে পড়ে। খ-গোলকের উত্তর গোলার্ধে অবস্থিত তারামণ্ডলসমূহের নামকরণ ও বিভাগ মূলত প্রাচীন গ্রিক প্রথা অনুসারেই করা হয়েছে। মধ্যযুগীয় জ্যোতির্বিজ্ঞানের প্রভাবও এতে রয়েছে। এছাড়া রাশিচক্রের চিহ্নসমূহও এতে অন্তর্ভুক্ত হয়েছে।

১৯৩০ সালে ইউজিন ডেলপোর্টে প্রথম তারামণ্ডলসমূহের সীমারেখা চিহ্নিত করেন; একই সাথে তিনি বিষুবাংশ এবং বিষুবলম্বের রেখাসমূহের সাপেক্ষে এই সীমারেখাগুলো চিহ্নিত করেন। তিনি অবশ্য বি১৮৭৫.০ ইপকের জন্য এই সীমারেখাগুলো চিহ্নিত করেছিলেন। তখনকার সময়ে বেঞ্জামিন এ. গউল্ড একটি প্রস্তাবনা পেশ করেন যার ভিত্তিতে ডেলপোর্টে তার কাজের ভিত্তি স্থাপন করেছিলেন। এতো আগের সময়ের জন্য সীমারেখা চিহ্নিতকরণের ফলে যা হয়েছে তা হল; বিষুবন বিন্দুসমূহের অয়নচলনের জন্য একটি আধুনিক তারা চিত্রে (উদাঃ জে২০০০ ইপকের জন্য) এই সীমারেখাগুলো অনেকটা বেঁকে যায় যার ফলে আর তা সমান্তরাল বা উল্লম্ব থাকে না। যত সময় যাবে এই বেঁকে যাবার পরিমাণ আরো বেড়ে যাবে।

আধুনিক তারামণ্ডলসমূহ

সম্পাদনা
বাংলা নাম ইংরেজি নাম সংক্ষিপ্ত রুপ জেনিটিভ ইংরেজি রুপ উৎপত্তি []
ধ্রুবমাতা Andromeda And অ্যানড্রোমিডি Andromedae প্রাচীন (টলেমি)  
বায়ুযন্ত্র Antlia Ant অ্যান্টলিই Antliae ১৭৬৩, ল্যাকেইল  
ধূম্রাট Apus Aps অ্যাপোডিস Apodis ১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং হাউটম্যান  
কুম্ভ Aquarius Aqr একুয়ারি Aquarii প্রাচীন (টলেমি)  
ঈগল Aquila Aql একুইলি Aquilae প্রাচীন (টলেমি)  
বেদী Ara Ara অ্যারি Arae প্রাচীন (টলেমি)  
মেষ Aries Ari অ্যারিয়েটিস Arietis প্রাচীন (টলেমি)  
অশ্বপালক Auriga Aur অরিগি Aurigae প্রাচীন (টলেমি)  
কৃষক Boötes Boo বুটিস Boötis প্রাচীন (টলেমি)  
বায়ুচাপক Caelum Cae সে-লি Caeli ১৭৬৩, ল্যাকেইল  
জিরাফ Camelopardalis Cam ক্যামিলোপারডালিস Camelopardalis ১৬২৪, বার্টখ []  
কর্কট Cancer Cnc ক্যানক্রি Cancri প্রাচীন (টলেমি)  
সারমেয় Canes Venatici CVn ক্যানাম ভেনাটিকোরাম Canum Venaticorum ১৬৯০, Firmamentum Sobiescianum, হেভেলিয়াস  
মৃগব্যাধ Canis Major CMa ক্যানিস মেজরিস Canis Majoris প্রাচীন (টলেমি)  
শুনী Canis Minor CMi ক্যানিস মাইনরিস Canis Minoris প্রাচীন (টলেমি)  
মকর Capricornus Cap ক্যাপ্রিকর্নি Capricorni প্রাচীন (টলেমি)  
ক্যারিনা Carina Car ক্যারিনি Carinae ১৭৬৩, ল্যাকেইল, অর্ণবযান থেকে জাত  
কাশ্যপেয় Cassiopeia Cas ক্যাসিওপেই Cassiopeiae প্রাচীন (টলেমি)  
মহিষাসুর Centaurus Cen সেন্টাউরি Centauri প্রাচীন (টলেমি)  
শেফালী Cepheus Cep সেফেই Cephei প্রাচীন (টলেমি)  
তিমি Cetus Cet সেটি Ceti প্রাচীন (টলেমি)  
ককলাস Chamaeleon Cha চ্যামেলিয়ন্টিস Chamaeleontis ১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান  
বৃত্ত Circinus Cir সারসিনি Circini ১৭৬৩, ল্যাকেইল  
কপোত Columba Col কলাম্বি Columbae ১৬৭৯, রয়্যার, মৃগব্যাধ মণ্ডল থেকে জাত  
কোমা বারেনিসিস Coma Berenices Com কোমা বারেনিসিস Comae Berenices ১৬০৩, ইউরানোমেট্রিয়া, সিংহ রাশি থেকে জাত  
দক্ষিণ কীরিট Corona Australis [] CrA Coronae Australis প্রাচীন (টলেমি)  
উত্তর কীরিট Corona Borealis CrB Coronae Borealis প্রাচীন (টলেমি)  
হস্তা Corvus Crv Corvi প্রাচীন (টলেমি)  
কাংস্য Crater Crt Crateris প্রাচীন (টলেমি)  
ত্রিশঙ্কু Crux Cru Crucis ১৬০৩, ইউরানোমেট্রিয়া, মহিষাসুর মণ্ডল থেকে জাত  
বক Cygnus Cyg Cygni প্রাচীন (টলেমি)  
ধনিষ্ঠা Delphinus Del Delphini প্রাচীন (টলেমি)  
সুবর্ণাশ্রম Dorado Dor Doradus ১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান  
প্রচেতা Draco Dra Draconis প্রাচীন (টলেমি)  
অশ্বতর Equuleus Equ Equulei প্রাচীন (টলেমি)  
যামী Eridanus Eri Eridani প্রাচীন (টলেমি)  
যজ্ঞকুণ্ড Fornax For Fornacis ১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল  
মিথুন Gemini Gem Geminorum প্রাচীন (টলেমি)  
সারস Grus Gru Gruis ১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান  
হারকিউলিস Hercules Her Herculis প্রাচীন (টলেমি)  
ঘটিকা Horologium Hor Horologii ১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল  
বাসুকী Hydra Hya Hydrae প্রাচীন (টলেমি)  
হ্রদ Hydrus Hyi Hydri ১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান  
সিন্ধু Indus Ind Indi ১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান  
গোধা Lacerta Lac Lacertae ১৬৯০, Firmamentum Sobiescianum, হেভেলিয়াস  
সিংহ Leo Leo Leonis প্রাচীন (টলেমি)  
লঘু সিংহ Leo Minor LMi Leonis Minoris ১৬৯০, Firmamentum Sobiescianum, হেভেলিয়াস  
শশক Lepus Lep Leporis প্রাচীন (টলেমি)  
তুলা Libra Lib Librae প্রাচীন (টলেমি)  
শার্দূল Lupus Lup Lupi প্রাচীন (টলেমি)  
বনমার্জার Lynx Lyn Lyncis ১৬৯০, Firmamentum Sobiescianum, হেভেলিয়াস  
বীণা Lyra Lyr Lyrae প্রাচীন (টলেমি)  
মেনসা Mensa Men Mensae ১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল  
অণুবীক্ষন Microscopium Mic Microscopii ১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল  
একশৃঙ্গী Monoceros Mon Monocerotis ১৬২৪, বার্টখ  
মক্ষিকা Musca Mus Muscae ১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান  
মানদণ্ড Norma Nor Normae ১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল  
অষ্টাংশ Octans Oct Octantis ১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল  
সর্পধারী Ophiuchus Oph Ophiuchi প্রাচীন (টলেমি)  
কালপুরুষ Orion Ori Orionis প্রাচীন (টলেমি)  
ময়ূর Pavo Pav Pavonis ১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান  
পক্ষীরাজ Pegasus Peg Pegasi প্রাচীন (টলেমি)  
পরশু Perseus Per Persei প্রাচীন (টলেমি)  
সম্পাতি Phoenix Phe Phoenicis ১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান  
চিত্রপট Pictor Pic Pictoris ১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল  
মীন Pisces Psc Piscium প্রাচীন (টলেমি)  
দক্ষিণ মীন Piscis Austrinus PsA Piscis Austrini প্রাচীন (টলেমি)  
পাপিস Puppis Pup Puppis ১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল, অর্ণবযান থেকে জাত  
পিক্সিস Pyxis Pyx Pyxidis ১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল  
আড়ক Reticulum Ret Reticuli ১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল  
বাণ Sagitta Sge Sagittae প্রাচীন (টলেমি)  
ধনু Sagittarius Sgr Sagittarii প্রাচীন (টলেমি)  
বৃশ্চিক Scorpius Sco Scorpii প্রাচীন (টলেমি)  
ভাস্কর Sculptor Scl Sculptoris ১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল  
স্কুটাম Scutum Sct Scuti ১৬৯০, Firmamentum Sobiescianum, হেভেলিয়াস  
সর্প Serpens [] Ser Serpentis প্রাচীন (টলেমি)   ( ,  )
ষষ্ঠাংশ Sextans Sex Sextantis ১৬৯০, Firmamentum Sobiescianum, হেভেলিয়াস  
বৃষ Taurus Tau Tauri প্রাচীন (টলেমি)  
দূরবীক্ষণ Telescopium Tel Telescopii ১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল  
ত্রিকোণ Triangulum Tri Trianguli প্রাচীন (টলেমি)  
দক্ষিণ ত্রিকোণ Triangulum Australe TrA Trianguli Australis ১৬০৩ ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান  
টুকানা Tucana Tuc Tucanae ১৬০৩ ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান  
সপ্তর্ষি Ursa Major UMa Ursae Majoris প্রাচীন (টলেমি)  
লঘু সপ্তর্ষি Ursa Minor UMi Ursae Minoris প্রাচীন (টলেমি)  
ভেলা Vela Vel Velorum ১৭৬৩, নিকোলাস লুই দ্য ল্যাকেইল, split from Argo Navis  
কন্যা Virgo Vir Virginis প্রাচীন (টলেমি)  
পতত্রীমীন Volans Vol Volantis ১৬০৩, ইউরানোমেট্রিয়া, প্রস্তুতকারক: কেইসার এবং দ্য হাউটম্যান  
শৃগাল Vulpecula Vul Vulpeculae ১৬৯০, Firmamentum Sobiescianum, হেভেলিয়াস  

আরও দেখুন

সম্পাদনা


তথ্যসূত্র

সম্পাদনা
  1. Peter Grego (2012) The Star Book: Stargazing Throughout the Seasons in the Northern Hemisphere. F+W Media.
  2. Some sources say that Camelopardalis, Columba, এবং Monoceros were invented by Petrus Plancius in the early 1600s.
  3. Corona Australis is sometimes called "Corona Austrina" (genitive: Coronae Austrinae).
  4. Serpens is divied into Serpens Cauda & Serpens Caput.

বহিঃসংযোগ

সম্পাদনা