নওশীন নেহরিন মৌ
বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী
এই নিবন্ধে অপর্যাপ্ত তথ্য রয়েছে অনেকেই নিবন্ধটির বিষয়বস্তু সম্পর্কে অপরিচিত।(জুন ২০২০) |
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। (জুন ২০২০) |
নওশীন নেহরিন মৌ (ইংরেজি: Nawsheen; ১৫ আগস্ট ১৯৮৫) একজন বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী যিনি অনেক উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। যেমন: প্রার্থনা, মূখোশ মানুষ। তিনি মডেলিং, পরিবেশনার মতো বিভিন্ন রকম কাজ করেছেন।. তিনি ২০০৭ থেকে অভিনয়, মডেলিং এর কাজ করে খ্যাতি অর্জন করেছেন। তিনি অনেক চলচ্চিত্রে অভিনয় করে গেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে প্রার্থনা, মূখোশ মানুষ, হেলো অমিত, দুদু মিয়া, সোয়াচানপাখি অন্যতম। তিনি এফ এম রেডিও রেডিও টুডে, রেডিও ফুর্তি, ঢাকা এফএম কাজ করেছেন।[১])
নওশীন নেহরিন মৌ | |
---|---|
নওশীন | |
![]() ২০১৬ তে নওশীন | |
জন্ম | খুলনা, বাংলাদেশ | ১৫ আগস্ট ১৯৮৫
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশী |
শিক্ষা | এল এল বি, বি বি এ |
পেশা | অভিনেত্রী, মডেল, আর জে। |
কর্মজীবন | ২০০৭-বর্তমান |
উচ্চতা | ৫ফুট ৭ ইঞ্চি |
দাম্পত্য সঙ্গী | সৈয়দ আদনান ফারুক |
সন্তান | এহান সালমান |
পিতা-মাতা |
|
পুরস্কার | সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার (২০১২,২০১৪) |
স্বাক্ষর | |
![]() |
অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ
ক্যারিয়ারসম্পাদনা
পুরস্কার ও মনোনয়নসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Exuberance in the air | The Daily Star"। The Daily Star। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-১১।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে নওশীন নেহরিন মৌ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট মুভি ডেটাবেজে নওশীন নেহরিন মৌ (ইংরেজি)