নওশাদ সিদ্দিকী
মোঃ নওশাদ সিদ্দিকী (জন্ম:১৯৯৩) একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট নামক একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পীরজাদা নওশাদ সিদ্দিকী | |
---|---|
পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২ মে ২০২১ | |
পূর্বসূরী | আব্দুর রেজ্জাক মোল্লা |
সংসদীয় এলাকা | ভাঙড় বিধানসভা কেন্দ্র |
সংখ্যাগরিষ্ঠ | ২৬,১৫১ |
চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ বিধানসভা উন্নয়ন কমিটি | |
কাজের মেয়াদ ৯ই জুলাই, ২০২১ – বর্তমান | |
পূর্বসূরী | পদ প্রতিষ্ঠিত |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৯৩ (বয়স ৩০–৩১) |
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট |
সম্পর্ক | আব্বাস সিদ্দিকী (ভাই) |
পিতা | আলি আকবর সিদ্দিকী |
বাসস্থান | মিয়াজানপাড়া, হুগলি জেলা, পশ্চিমবঙ্গ, ভারত |
প্রাক্তন শিক্ষার্থী | আলিয়া বিশ্ববিদ্যালয় |
ধর্ম | সুন্নি ইসলাম |
প্রারম্ভিক জীবন
সম্পাদনানওশাদ সিদ্দিকী ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা আলি আকবর সিদ্দিকী ছিলেন ফুরফুরা শরিফের ছোট হুজুর খ্যাত পীর জুলফিকার আলির পুত্র। সে সূত্রে তিনি ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবু বকর সিদ্দিকির চতুর্থ প্রজন্মের ব্যক্তি। নওশাদের বড় ভাই আব্বাস সিদ্দিকী ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা।[১]
২০১৫ সালে তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[২]
রাজনীতি
সম্পাদনা২০২১ সালের ২১ জানুয়ারি আব্বাস সিদ্দিকী ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট নামে নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এবং তার ছোট ভাই নওশাদকে দলটির চেয়ারম্যান নিযুক্ত করেন।[৩][৪] ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলটি ভারতীয় জাতীয় কংগ্রেস ও বাম দলগুলোকে নিয়ে সংযুক্ত মোর্চা গঠন করে।
২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নওশাদ ভাঙড় থেকে নির্বাচিত হন। উক্ত নির্বাচনে সংযুক্ত মোর্চা এই একটি আসনেই জয়লাভ করে।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "কে এই আব্বাস সিদ্দিকী, কীভাবে উত্থান, জানুন 'ভাইজানের' অজানা কাহিনি"। asianetnews.com। ৪ মার্চ ২০২১। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৮।
- ↑ "Md. Nawsad Siddique - Affidavit Information of Candidate"। myneta.info। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১২।
- ↑ Singh, Shiv Sahay; Datta, Sudipta (২০২১-০৪-০৯)। "West Bengal Assembly Elections | Crucible of ISF, Bhangar reflects experiment in Muslim politics"। The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১২।
- ↑ "Indian Secular Front ups ante on seats"। টেলিগ্রাফ ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১২।
- ↑ "একলা বিরোধী নওশাদের হাজিরায় স্পিকার নির্বাচন বিধানসভায়"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৮।