নওরোজ কিতাবিস্তান
বাংলাদেশি প্রকাশনালয়
নওরোজ কিতাবিস্তান একটি বাংলাদেশি প্রকাশনা সংস্থা। বাঙালি শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী ও তার বন্ধু আইনুল হক খান ১৯৪৮-৪৯ সালে এটি গড়ে তোলেন।[১] প্রকাশনীর নামকরণ করেন কবি কাজী নজরুল ইসলাম।[২] সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি, মুক্তিযুদ্ধ প্রভৃতি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ বই এখানে প্রকাশিত হয়েছে।
![]() | |
অবস্থা | সক্রিয় |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১৯৪৮ |
প্রতিষ্ঠাতা | মোহাম্মদ নাসির আলী, আইনুল হক খান |
দেশ | বাংলাদেশ |
সদরদপ্তর | বাংলাবাজার, ঢাকা |
পরিবেশন | বাংলাদেশ |
প্রধান ব্যক্তি | মনজুর খান চৌধুরী (স্বত্বাধিকারী) |
প্রকাশনা | বই |
বিষয়বস্তু | সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি |
প্রকার | শিশুসাহিত্য |
প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ
সম্পাদনা- সত্যজিৎ রায়ের ফেলুদা, প্রোফেসর শঙ্কু, ছোটগল্প ও প্রবন্ধ
- সৈয়দ ওয়ালীউল্লাহের উপন্যাস - লালসালু, চাঁদের অমাবস্যা ও অন্যান্য।
- সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সমগ্র
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://bangla.thereport24.com/article/80113/index.html
- ↑ বাংলাদেশের সৃজনশীল বই ২০১৩, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |