নওয়াপাড়া ইউনিয়ন

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার একটি ইউনিয়ন

নওয়াপাড়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার একটি ইউনিয়ন, প্রশাসনিক এলাকা।[১][২]

নওয়াপাড়া
ইউনিয়ন
৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ।
নওয়াপাড়া খুলনা বিভাগ-এ অবস্থিত
নওয়াপাড়া
নওয়াপাড়া
নওয়াপাড়া বাংলাদেশ-এ অবস্থিত
নওয়াপাড়া
নওয়াপাড়া
বাংলাদেশে নওয়াপাড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৪′৫১″ উত্তর ৮৮°৫৯′২৬″ পূর্ব / ২২.৫৮০৮৩° উত্তর ৮৮.৯৯০৫৬° পূর্ব / 22.58083; 88.99056 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাসাতক্ষীরা জেলা
উপজেলাদেবহাটা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ আলমগীর হোসেন সাহেব আলী
সাক্ষরতার হার
 • মোট৭০.০০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান সম্পাদনা

দেবহাটা উপজেলা হতে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের দুরাত্ব ৭কি:মি:।

ইতিহাস সম্পাদনা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

২৬টি গ্রাম।

  • চাঁদপুর
  • আতাপুর
  • কামটা
  • গরানবাড়িয়া
  • শিমলিয়া
  • সাংবাড়িয়া
  • রামনাথপুর
  • দেবীশহর
  • জগন্নাথপুর
  • হাদীপুর
  • বেজোরআটি
  • আস্কারপুর
  • মাটিকোমরা
  • চকহাদীপুর
  • নাংলা
  • ঘোনাপাড়া
  • ছুটিপুর
  • নওয়াপাড়া
  • আটশতবিঘা
  • কালাবাড়িয়া
  • কাঠমহল
  • ঢেপুখালী
  • কামিনীবসু
  • পাইকপাড়া
  • কামকাটিয়া
  • হেড়োরআটি

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

আয়াতনঃ ৩৬.৩১ বর্গ কি.মি। জনসংখ্যাঃ ৩২,৮৭০ জন। পুরুষ ১৭১৯৪ জন, মহিলা ১৫,৬৭৬ জন, মুসলমান ২১১৯০ জন, হিন্দু ১১৪২৩ জন, মোট পরিবার সংখ্যা ৬,৭৫১ টি।

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

শিক্ষার হার: ৭০%

শিক্ষা প্রতিষ্ঠান

  • সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১০ টি
  • বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪ টি
  • মাধ্যমিক বিদ্যালয় ৩ টি
  • মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১
  • ফোরকানিয়া মাদ্রাসা ১৩
  • হাফেজীয়া মাদ্রাসা ২
  • উপানুষ্ঠানিক বিদ্যালয় ৪টি
  • এতিম খানা ৩ টি
  • জামে মসজিদ ৩৪ টি
  • পাঞ্জেগানা মসজিদ ১১ টি

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান- মোঃ মুজিবর রহমান

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নং চেয়ারম্যানগণের নাম মেয়াদকাল
০১ বিষ্ণুপদ অধিকারী ১৯৭২-১৯৭৪
০২ আব্দুল জলিল বিশ্বাস ১ এপ্রিল ১৯৭৪ - ৩১ মার্চ ১৯৮৪
০৩ মনোরঞ্জন মুখার্জী ১ এপ্রিল ১৯৮৪ - ৩১ মে ১৯৮৯
০৪ আব্দুল জলিল বিশ্বাস ১ জুন ১৯৮৯ - ২৬ নভেম্বর ১৯৯২
০৫ আব্দুল গনি ২৭ নভেম্বর ১৯৯২ - ১৫ এপ্রিল ২০০৩
০৬ রেজাউল করিম ১৬ এপ্রিল ২০০৩ - ৬ মে ২০১১
০৭ মোঃ মুজিবর রহমান মে ২০১১ - '
০৮ মোঃ আলমগীর হোসনে (সাহেব আলী)

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নওয়াপাড়া ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৪ 
  2. "দেবহাটা উপজেলা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা