নওপুকুরিয়ার প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ

প্রাচীন স্থাপনা

নওপুকুরিয়ার মূলত বিশাল আকৃতির কিছু জলাশয়ের নিয়ে গড়ে ওঠা প্রত্নতাত্ত্বিক স্থান যা বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা[১]

নওপুকুরিয়ার প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ
Archaeological remains of Naopukuria BRI 1222.jpg
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাজয়পুরহাট জেলা
অবস্থান
অবস্থানপাঁচবিবি উপজেলা
দেশবাংলাদেশ

অবস্থানসম্পাদনা

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার তুলসীগঙ্গা নদীর তীরে থেকে এক কিলোমিটার উত্তর-পশ্চিমে নওপুকুরিয়ার প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ প্রাচীন স্থাপনা অবস্থিত[২]

বিবরণসম্পাদনা

নওপুকুরিয়ার একটি প্রাচীন স্থপনা। এখানে নয়টির মত পুকুর আছে। আশেপাশে গাছ আছে ও বড় বড় পুকুর এখন আছে। প্রত্যেকটিতে ইট ও পাথর দিয়ে বাধানো পাড় ছিল। এখন তা প্রায় ধ্বংস হয়ে গেছে। এখন নয়টি পকুরের মধ্যে তিনটিতে বাধ আছে বাকিগুলো নিচু চাষের জমি হিসাবে ব্যবহার হছে। এখান থেকে পাথরের মূর্তি অবিষ্কার করা হয়েছে। এখানে মন্দির ছিল বলে ধারণা করা হয়। এটির জীর্ণ অবস্থা দেখেই মনে হয় রক্ষণাবেক্ষণের অভাব আছে। [২]

আরও দেখুনসম্পাদনা

চিত্রশালাসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "প্রত্নস্হলের তালিকা"বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরhttp://www.archaeology.gov.bd/। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৬  |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া; প্রশ্নোত্তরে বাঙলাদেশের প্রত্নকীর্তি (প্রথম খন্ড);ঝিনুক প্রকাশনী; তৃতীয় মুদ্রণঃ মার্চ ২০১৩; পৃষ্ঠা- ২১০, ISBN 984- 70112-0112-0