নওগাঁ সরকারি কলেজ
নওগাঁ সরকারি কলেজ বা নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ, নওগাঁ জেলায় অবস্থিত একটি সরকারি কলেজ। কলেজটি নওগাঁ শহরের ডিগ্রির মোড়ে অবস্থিত। এটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে থাকে। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক কোর্স পরিচালনা করা হয়।[৪]
![]() নওগাঁ সরকারি কলেজের লোগো | |
প্রাক্তন নাম | নওগাঁ ডিগ্রি কলেজ |
---|---|
নীতিবাক্য | জ্ঞানই শক্তি |
ধরন | সরকারি |
স্থাপিত | ১৯৬১ |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
অধ্যক্ষ | শাহ্ আলম[১] |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৯০ জন (প্রায়) |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ১০৫ জন (প্রায়) |
শিক্ষার্থী | ২০,০০০ জন (প্রায়) |
ঠিকানা | বাঙ্গাবাড়িয়া, নওগাঁ পৌরসভা , , ২৪°৪৯′৩৩.২″ উত্তর ৮৮°৫৬′১৬.৪″ পূর্ব / ২৪.৮২৫৮৮৯° উত্তর ৮৮.৯৩৭৮৮৯° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
ভাষা | বাংলা ইংরেজি |
আয়তন | ১১ একর[২] |
কলেজ কোড | ২৪০১[৩] |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, ভলিবল |
ওয়েবসাইট | www |
![]() |
ইতিহাসসম্পাদনা
প্রথমে কলেজটি নওগাঁ ডিগ্রি কলেজ নামে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৫৯ সালে কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। তৎকালীন নওগাঁ মহকুমা প্রশাসক আব্দুল বাতেন ই.পি.সি.এস কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।[৫] পরবর্তী নওগাঁ মহকুমা প্রশাসক আব্দুর রব চৌধুরী কলেজটিকে পূর্ণাঙ্গ করার জন্য বিভিন্ন জায়গাতে অর্থ সংগ্রহ করেন এবং কলেজটিকে সমৃদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করেন। ১৯৬২ সালে কলা বিভাগের ১১৮ জন শিক্ষার্থী নিয়ে কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এর কিছুকাল পরে উচ্চ মাধ্যমিক কোর্স চালু করা হয়। ১৯৬৩ সালে বাণিজ্য বিভাগ এবং ১৯৬৭ সালে বিজ্ঞান বিভাগ খোলা হয়।[৬]
নওগাঁ মহকুমা থেকে নওগাঁ জেলায় পরিণত হবার পর, ১৯৮০ সালে কলেজটিকে সরকারি আত্তীকরণ করা হয়। পরবর্তীতে কলেজের নাম পরিবর্তন করে নওগাঁ সরকারি কলেজ করা হয়।[৬][৭]
অনুষদ ও বিভাগসম্পাদনা
নওগাঁ সরকারি কলেজে বর্তমানে ডিগ্রি(পাস), স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। এছাড়া চালু রয়েছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম। এই কলেজে ৪টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে পাঠদান কার্যক্রম চালু রয়েছে।[২]সেগুলো হল:
বিজ্ঞান অনুষদসম্পাদনা
- পদার্থ বিজ্ঞান বিভাগ
- রসায়ন বিজ্ঞান বিভাগ
- গণিত বিভাগ
- ভূগোল ও পরিবেশ বিভাগ
- উদ্ভিদবিজ্ঞান বিভাগ
- প্রাণীবিজ্ঞান বিভাগ
কলা অনুষদসম্পাদনা
- বাংলা বিভাগ
- ইংরেজি বিভাগ
- দর্শন বিভাগ
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
সমজবিজ্ঞানসম্পাদনা
ব্যবসায় শিক্ষা অনুষদসম্পাদনা
- হিসাববিজ্ঞান বিভাগ
- ব্যবস্থাপনা বিভাগ
সুবিধা এবং বৈশিষ্ট্যসমূহসম্পাদনা
ভবন সমূহসম্পাদনা
কলেজের ৪টি মূল ভবনগুলোতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ও পরীক্ষা নেওয়া হয়। ভবনে কর্মচারীদের কার্যালয়, অধ্যক্ষের কার্যালয়, শিক্ষকদের আলাদা কার্যালয়, বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের ল্যাব, কম্পিউটার ল্যাব ও অন্যান্য সুবিধা আছে। ১টি প্রশিক্ষণ কেন্দ্র আছে।[২] ভবনের সামনে প্রাচীর দিয়ে ঘিরে ফুল, ফলের বাগান আছে।
আবাসিক হলসমূহসম্পাদনা
কলেজের ৪ টি আবাসিক হল রয়েছে। ছাত্রদের জন্য ২টি এবং ছাত্রীদের জন্য ২টি আবাসিক হল আছে।[৭][২][৮] হল পরিচালনা করার জন্য শিক্ষকরা দায়িত্বে থাকে।
শহীদ মিনারসম্পাদনা
কলেজের মূল প্রবেশপথের পাশেই শহীদ মিনার অবস্থিত। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারীতে ভাষা শহীদের স্মরণে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ফুল দেয় সম্মান জানান।
গ্রন্থাগারসম্পাদনা
নওগাঁ সরকারি কলেজ কলেজের গ্রন্থাগারে বিভিন্ন পাঠদান বিষয়ের পাশাপাশি ধর্মীয়, মুক্তিযোদ্ধা বিষয়ক, উপন্যাস ও অন্যান্য বিষয়ে প্রায় ২৬,৫৪০ বই আছে।[৯] শিক্ষার্থীরা গ্রন্থাগারে বসে বা প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র দেখিয়ে গ্রন্থাগারিক কাছ থেকে বই নির্দিষ্ট সময়ের জন্য ধার নিতে পারে।
প্রকাশনাসম্পাদনা
সরকারি বি এম সি কলেজের নিয়মিত ভাবে জনপ্রিয় বার্ষিকী ও সাময়িকী প্রকাশের ঐতিহ্য বিদ্যমান। শিক্ষার্থীদের সৃজনশীল লেখা অভিজ্ঞ শিক্ষকদের সম্পাদনায় বার্ষিকী ও সাময়িকীতে প্রকাশ পায়।
কলেজের মাঠসম্পাদনা
কলেজ প্রাঙ্গণে ২টি মাঠ আছে। কলেজ মাঠে একটি মুক্তমঞ্চ আছে। মাঠে শিক্ষার্থীরা নিয়িমিত খেলাধুলা, শরীরচর্চা করে। তাছাড়া বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। [১০][১১] এছাড়াও দুই ঈদের নামাজ কলেজ মাঠে পড়া হয়।
সহশিক্ষা কার্যক্রমসম্পাদনা
কলেজের শিক্ষার্থীদেরকে সহশিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে কলেজে বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ডিবেটিং ক্লাব, থিয়েটার ক্লাব, বিএনসিসি, রোভার স্কাউট কার্যক্রমও পরিচালিত হয় কলেজে। এছাড়া বার্ষিক মিলাদ মাহফিল, বনভোজন আয়োজন করা হয়।
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ [তথ্য সেবায় নওগাঁ সরকারি কলেজ - অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) (naogc.edu.bd) "অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)"]
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। www.naogc.edu.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৫। - ↑ ক খ গ ঘ বার্ষিকী ২০১৭ (২০১৭)। "একনজরে নওগাঁ সরকারি কলেজ"। নওগাঁ সরকারি কলেজ।
- ↑ "National University Affiliate College list"। www.nubd.info। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৪।
- ↑ "নওগাঁ সদর উপজেলার কলেজের তালিকা"। ২০২০-০৬-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৮।
- ↑ "নওগাঁ সরকারি কলেজের সংক্ষিপ্ত ইতিহাস"। www.naogc.edu.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৪।
- ↑ ক খ বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা - নওগাঁ জেলা। ঢাকা: বাংলা একাডেমী। পৃষ্ঠা ৩৯। আইএসবিএন 983-07-5332-0।
- ↑ ক খ "নওগাঁ সরকারি কলেজ"। প্রথম আলো। ৩০ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২০।
- ↑ "নওগাঁ সরকারি কলেজের হোস্টেল দুটি বন্ধ থাকায় দুর্ভোগে ছাত্ররা"। jagonews24.com। ২০১৬-০৮-১৭। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৪।
- ↑ "নওগাঁ সরকারি কলেজ - গ্রন্থাগার"। www.naogc.edu.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৪।
- ↑ "নওগাঁ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া"। দৈনিক সংগ্রাম। ৭ মে ২০১৮। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৪।
- ↑ অনুষ্ঠিত/11304 "নওগাঁ সরকারি কলেজের এইচএসসি '৮১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত"। নওগাঁ দর্পন। ২৭ জানুয়ারী ২০২০। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৪।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে নওগাঁ সরকারি কলেজ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
বাংলাদেশের শিক্ষা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |