ধিনচাঁক টেলিভিশন হিন্দি ভাষার ২৪x৭ ঘণ্টার একটি চলচ্চিত্র চ্যানেল। এটির মালিক গোল্ডমাইনস টেলিফিল্মস প্রাইভেট লিমিটেড[১] ধিনচাঁক তাদের নিজেদের দ্বারা হিন্দিতে ডাবকৃত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র সম্প্রচার করে।

ধিনচাঁক টেলিভিশন
উদ্বোধন২৪ মে ২০২০; ৩ বছর আগে (2020-05-24)
মালিকানাগোল্ডমাইনস টেলিফিল্মস প্রাইভেট লিমিটেড
চিত্রের বিন্যাসএসডিটিভি
দেশভারত
ভাষাহিন্দি
প্রধান কার্যালয়মুম্বাই, মহারাষ্ট্র
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
ধিনচাঁক ২
ওয়েবসাইটhttps://Goldminestelefilms.com
এয়ারটেল ডিজিটাল টিভিচ্যানেল ২৩০
ডি২এইচচ্যানেল ৩৫৯
ডিডি ফ্রি ডিশচ্যানেল ১৫
এনএক্সটি ডিজিটালচ্যানেল ২১৯

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Goldmines Telefilms goes big with Dhinchaak, aims to cover 90% HSM Market"Indiantelevision। সংগ্রহের তারিখ ১৪ অক্টো ২০২১ 

বহিঃসংযোগসম্পাদনা