ধলী গৌরনগর ইউনিয়ন

ভোলা জেলার অন্তর্গত লালমোহন উপজেলার একটি ইউনিয়ন

ধলী গৌরনগর বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত লালমোহন উপজেলার একটি ইউনিয়ন

ধলী গৌরনগর
ইউনিয়ন
৩নং ধলী গৌরনগর ইউনিয়ন পরিষদ
ধলী গৌরনগর বরিশাল বিভাগ-এ অবস্থিত
ধলী গৌরনগর
ধলী গৌরনগর
ধলী গৌরনগর বাংলাদেশ-এ অবস্থিত
ধলী গৌরনগর
ধলী গৌরনগর
বাংলাদেশে ধলী গৌরনগর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°১৯′২৩.৯৯৯″ উত্তর ৯০°৪৮′৩৭.০০১″ পূর্ব / ২২.৩২৩৩৩৩০৬° উত্তর ৯০.৮১০২৭৮০৬° পূর্ব / 22.32333306; 90.81027806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগবরিশাল বিভাগ
জেলাভোলা জেলা
উপজেলালালমোহন উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৪,৭৭৩ হেক্টর (১১,৭৯৫ একর)
জনসংখ্যা
 • মোট৪০,৯১৯
 • জনঘনত্ব৮৬০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
১০ ০৯ ৫৪ ২৮
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

ধলী গৌরনগর ইউনিয়নের আয়তন ১১,৭৯৫ একর।[১]

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

ধলী গৌরনগর ইউনিয়ন লালমোহন উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লালমোহন থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১১৭নং নির্বাচনী এলাকা ভোলা-৩ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • চর কালাচাঁদ
  • কুলচড়া
  • ভেদুরিয়া
  • করিমগঞ্জ
  • বাউরিয়া
  • চতলা
  • কুমারখালী
  • চর মোল্লাজী
  • কুণ্ডের হাওলা
  • কালামবুল্যাহ
  • ধলী গৌরনগর

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধলী গৌরনগর ইউনিয়নের মোট জনসংখ্যা ৪০,৯১৯ জন। এর মধ্যে পুরুষ ২০,০৬৪ জন এবং মহিলা ২০,৮৫৫ জন। মোট পরিবার ৮,৬৯২টি।[১]

শিক্ষা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ধলী গৌরনগর ইউনিয়নের সাক্ষরতার হার ৪০.৮%।[১] এ ইউনিয়নে ৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি মহাবিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি দাখিল মাদ্রাসা রয়েছে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা