ধলা ইউনিয়ন, তাড়াইল

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার একটি ইউনিয়ন

ধলা ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার একটি ইউনিয়ন[][]

ধলা
ইউনিয়ন
ধলা ইউনিয়ন পরিষদ
ধলা ঢাকা বিভাগ-এ অবস্থিত
ধলা
ধলা
ধলা বাংলাদেশ-এ অবস্থিত
ধলা
ধলা
বাংলাদেশে ধলা ইউনিয়ন, তাড়াইলের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৩২′২১″ উত্তর ৯০°৫২′৪৫″ পূর্ব / ২৪.৫৩৯১৭° উত্তর ৯০.৮৭৯১৭° পূর্ব / 24.53917; 90.87917 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
উপজেলাতাড়াইল উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআফরোজ আলম ঝিনুক
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা

সম্পাদনা

ইউনিয়নটি তাড়াইল উপজেলা সদর থেকে উত্তর দিকে অবস্থিত। সাচাইল ও জাওয়ার ইউনিয়নের সাথে এই ইউনিয়নের সীমান্ত রয়েছে। ধলা ইউনিয়নের উত্তর দিকে কেন্দুয়া উপজেলা অবস্থিত।

ইতিহাস

সম্পাদনা

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

ধলা ইউনিয়নে ১০ টি গ্রাম এবং ৫ টি মৌজা রয়েছে।

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

ধলা ইউনিয়নের মোট আয়তন ১৭ বর্গ কিমি এবং জনসংখ্যা ২৪৭৯৫ জন।

শিক্ষা

সম্পাদনা
  • সাক্ষরতার হার : ৬২ শতাংশ
  • শিক্ষা প্রতিষ্ঠান: ধলা ইউনিয়নে একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি আলিম মাদ্রাসা ও ৯ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • তাড়াইল জমিদার গিরিশ পালের বাড়ি। বাড়িটি ধলা ইউনিয়নের আজবপুর গ্রামে অবস্থিত। দেশ ভাগের সময় বাড়ির মালিকগণ ভারতে চলে যান। বর্তমানে বাড়ির এক পাশে ইউনিয়ন ভুমি অফিস আর অবশিষ্ট অংশ পরিত্যক্ত অবস্থায় রয়েছে।এছাড়া ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামে রয়েছে প্রখ্যাত সুফি হযরত শাহ সেকান্দর (রহ:) এর মাজার।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান - আফরোজ আলম ঝিনুক।

মেম্বারগণ–

মোঃ চাঁনমিয়া–১নং ওয়ার্ড( সেকান্দরনগর)

মোঃ সালতু মিয়া–২নং ওয়ার্ড(সেকান্দরনগর)

সিরাজুল ইসলাম –৩নং ওয়ার্ড(উঃ সেকান্দরনগর)

মোতাহার মিয়া–৪নং ওয়ার্ড(তেউরিয়া)

হারেছ মিয়া–৫নং ওয়ার্ড(উত্তর ধলা)

–৭নং ওয়ার্ড(চাঁনপুর-গজেন্দ্রপুর)

–৮নং ওয়ার্ড(ভেইয়ারকোনা)

মো:হুমায়ূন কবির–৯নং ওয়ার্ড(কলুমা)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ধলা ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৪ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০ 
  2. "তাড়াইল উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ৮ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০২০