ধর্মপুর ইউনিয়ন, ফেনী সদর
ধর্মপুর বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত ফেনী সদর উপজেলার একটি ইউনিয়ন।
ধর্মপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে ধর্মপুর ইউনিয়ন, ফেনী সদরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°২′৫৮″ উত্তর ৯১°২৩′১৪″ পূর্ব / ২৩.০৪৯৪৪° উত্তর ৯১.৩৮৭২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ফেনী জেলা |
উপজেলা | ফেনী সদর উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ১৬.৪৬ বর্গকিমি (৬.৩৬ বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৯০০ |
আয়তন
সম্পাদনাজনসংখ্যা
সম্পাদনাঅবস্থান ও সীমানা
সম্পাদনাফেনী সদর উপজেলার উত্তরাংশে ধর্মপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে কাজিরবাগ ইউনিয়ন, দক্ষিণে ফেনী পৌরসভা, পশ্চিমে শর্শদি ইউনিয়ন এবং উত্তরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন ও ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাধর্মপুর ইউনিয়ন ফেনী সদর উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ফেনী সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৬নং নির্বাচনী এলাকা ফেনী-২ এর অংশ।
এ ইউনিয়নের গ্রামগুলো হল:
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাঢাকা চট্টগ্রাম হাইওয়ে ফেনীর সীমানার প্রথমে মোঃ আলী বাজার এর সংলগ্ন হাইওয়ে পূর্ব পাশে ধর্মপুর এর খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার নামে : বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সালাম বীর সড়ক। এই সড়কের মাধ্যমে ধর্মপুর ইউনিয়ন পরিষদ হয়ে পুরো ইউনিয়ন এ যাতায়াত করতে পারবেন। এই সড়ক ধরে ফেনী জেলার পৌরসভায় যাওয়া যাবে।
খাল ও নদী
সম্পাদনাধর্মপুর ইউনিয়নে উল্লেখ যোগ্য কোন খাল বা নদী নেই।
হাট-বাজার
সম্পাদনা১.আমতলি বাজার।
২.আমিন উদ্দিন বাজার।
৩। মোহাম্মদ আলী বাজার। এই ইউনিয়নের মানুষ এই বাজারে বেশী যাতায়াত করেন।
দর্শনীয় স্থান
সম্পাদনা১. বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সালাম (বীর বিক্রম) - এর জন্ম ভূমি। ২.ধর্মপুর চৌধুরী বাগান বাড়ি।
৩। ধর্মপুর ঝাড়ু বাগান। ৪। বাংলাদেশ ভারত সিমান্ত লাল টিলা। ৫। ফেনী জেলার সবচেয়ে বড় গোরস্থান।
জনপ্রতিনিধি
সম্পাদনাফেনী ২ আসনের সংসদ জননেতা জনাব নিজাম উদ্দিন হাজারী এমপি।
জনাব শাহাদাত হোসেন শাকা ৪ নং ধর্মপুর ইউনিয়ন চেয়ারম্যান সাবেক
সদস্য ৩নং ওয়ার্ড , মোঃ হোসাইন পাটোয়ারী।
জননন্দিত সাবেক চেয়ারম্যান, আরজু এর নাম মূখ্য।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |