ধর্মপুর ইউনিয়ন, ফেনী সদর

ফেনী জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

ধর্মপুর বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত ফেনী সদর উপজেলার একটি ইউনিয়ন

ধর্মপুর
ইউনিয়ন
৪নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ
ধর্মপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ধর্মপুর
ধর্মপুর
ধর্মপুর বাংলাদেশ-এ অবস্থিত
ধর্মপুর
ধর্মপুর
বাংলাদেশে ধর্মপুর ইউনিয়ন, ফেনী সদরের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°২′৫৮″ উত্তর ৯১°২৩′১৪″ পূর্ব / ২৩.০৪৯৪৪° উত্তর ৯১.৩৮৭২২° পূর্ব / 23.04944; 91.38722 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাফেনী জেলা
উপজেলাফেনী সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১৬.৪৬ বর্গকিমি (৬.৩৬ বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৯০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

জনসংখ্যা সম্পাদনা

অবস্থান ও সীমানা সম্পাদনা

ফেনী সদর উপজেলার উত্তরাংশে ধর্মপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে কাজিরবাগ ইউনিয়ন, দক্ষিণে ফেনী পৌরসভা, পশ্চিমে শর্শদি ইউনিয়ন এবং উত্তরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

ধর্মপুর ইউনিয়ন ফেনী সদর উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ফেনী সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৬নং নির্বাচনী এলাকা ফেনী-২ এর অংশ।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ফেনীর সীমানার প্রথমে মোঃ আলী বাজার এর সংলগ্ন হাইওয়ে পূর্ব পাশে ধর্মপুর এর খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার নামে : বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সালাম বীর সড়ক। এই সড়কের মাধ্যমে ধর্মপুর ইউনিয়ন পরিষদ হয়ে পুরো ইউনিয়ন এ যাতায়াত করতে পারবেন। এই সড়ক ধরে ফেনী জেলার পৌরসভায় যাওয়া যাবে।

খাল ও নদী সম্পাদনা

ধর্মপুর ইউনিয়নে উল্লেখ যোগ্য কোন খাল বা নদী নেই।

হাট-বাজার সম্পাদনা

১.আমতলি বাজার।

২.আমিন উদ্দিন বাজার।

৩। মোহাম্মদ আলী বাজার। এই ইউনিয়নের মানুষ এই বাজারে বেশী যাতায়াত করেন।

দর্শনীয় স্থান সম্পাদনা

১. বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুস সালাম (বীর বিক্রম) - এর জন্ম ভূমি। ২.ধর্মপুর চৌধুরী বাগান বাড়ি।

৩। ধর্মপুর ঝাড়ু বাগান। ৪। বাংলাদেশ ভারত সিমান্ত লাল টিলা। ৫। ফেনী জেলার সবচেয়ে বড় গোরস্থান।

জনপ্রতিনিধি সম্পাদনা

ফেনী ২ আসনের সংসদ জননেতা জনাব নিজাম উদ্দিন হাজারী এমপি।

জনাব শাহাদাত হোসেন শাকা ৪ নং ধর্মপুর ইউনিয়ন চেয়ারম্যান

সদস্য ৩নং ওয়ার্ড , মোঃ হোসাইন পাটোয়ারী।

জননন্দিত সাবেক চেয়ারম্যান, আরজু এর নাম মূখ্য।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা