ধরমপুর মহাবিদ্যালয়

বাংলাদেশের একটি উচ্চ মাধ্যমিক মহাবিদ্যালয়

ধরমপুর মহাবিদ্যালয় রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত অন্যতম একটি মহাবিদ্যালয়। এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী এর অধীনে পরিচালিত।[১]

ধরমপুর মহাবিদ্যালয়
নীতিবাক্য
শিক্ষাই জ্ঞানের আলো
স্থাপিত১৯৯৪ (1994)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী
অধ্যক্ষওমর আলী
ঠিকানা, ,
শিক্ষাঙ্গনমফস্বল
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

১৯৯৫ইং সালে ০.৩ একর ০.৭৭ শতক জমির উপর ধরমপুর মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি রাজশাহী জেলার অন্তর্গত দুর্গাপুর থানাধীন ধরমপুর গ্রামে অবস্থিত।

অবকাঠামো সম্পাদনা

শ্রেণী কক্ষ ০৯ (নয়) টি, অফিস কক্ষ ০১ (এক) টি, টয়লেট ০৩ (তিন) টি, গভির নলকূপ ০১ (এক) টি, সম্মুখে খোলা মাঠ একটি।

পঠিত বিষয় এবং কোর্স সম্পাদনা

এই শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ আর দ্বাদশ শ্রেণীতেও মানবিক এবং বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পড়ার সুযোগ রয়েছে।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Institute Basic Info"Education Management Information System। Directorate of Secondary And Higher Education। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯