ধরনাথ ভট্টাচার্য

ভারতীয় রাজনীতিবিদ

ধরনাথ ভট্টাচার্য (১৮৮২ - ১২ ডিসেম্বর ১৯৬৮) ছিলেন একজন রাজনীতিবিদ। তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন বাঙালি সৈনিক ও সমাজকর্মী ছিলেন।

বিপ্লবী কার্যক্রম

সম্পাদনা

ভট্টাচার্য ১৮৮ সালে ব্রিটিশ ভারতের খুলনা জেলায় একটি গুরুকুল পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম উমাচরণ ভট্টাচার্য। ধরনাথ ভট্টাচার্য বরিশালে গিয়ে ইংরেজি শিক্ষার জন্য একটি বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন এবং অশ্বিনী কুমার দত্তের সংস্পর্শে আসেন। এরপরে তিনি বাবার সাথে কলকাতায় চলে আসেন। কলকাতায় এসে বিপ্লবী আন্দোলনের আকৃষ্ট হন। ভট্টাচার্য বিপিন বিহারী গাঙ্গুলির দলের সদস্য হন। তিনি মুরারিপুকুর বোমা মামলায় সক্রিয় ছিলেন। ভট্টাচার্য আত্মগোপনে যেয়ে বার্মায় পালিয়ে যায়। ভারত প্রত্যাবর্তনের পরে দেওঘর ষড়যন্ত্র মামলায় জড়িত থাকার কারণে তাকে আটক করা হয়েছিল।[]

সামাজিক কাজ

সম্পাদনা

স্বাধীনতার পরে ভট্টাচার্য রাজনীতিতে যোগ দিয়েছিলেন এবং সামাজিক কাজে নিবেদিত ছিলেন। তিনি হুগলিতে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন।[] ১৯৫১ সালের বিধানসভা নির্বাচনে তিনি জনতা সংঘের ব্যানারে ধনখালী (বিধানসভা কেন্দ্র) থেকে অংশ নিয়েছিলেন এবং দ্বিতীয় হন। [] তিনি হুগলি জেলার হরিপালে থাকতেন এবং পণ্ডিত মশাই নামে পরিচিত ছিলেন। [] ভট্টাচার্য ১৯৬৬ সালে হরিপাল অঞ্চলে এবং বিবেকানন্দ মহাবিদ্যালয় নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. খণ্ড - ১, সুবোধ চন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২২৮। আইএসবিএন 81-85626-65-0 
  2. Indian National Congress। "Congress hand-book, 1946"। সংগ্রহের তারিখ মার্চ ২৭, ২০১৯ 
  3. "Dharanath Bhattacharya, Dhaniakhali Assembly Election 1951"। সংগ্রহের তারিখ মার্চ ২৭, ২০১৯ 
  4. "Sanskrit Department"। মার্চ ২৭, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২৭, ২০১৯ 
  5. "Vivekananda Mahavidyalaya"। সংগ্রহের তারিখ মার্চ ২৭, ২০১৯