ধম্মসঙ্গণি
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(আগস্ট ২০২০) |
ধম্মসঙ্গণি হলো অভিধর্মের প্রথম গ্রন্থ। ধম্মসঙ্গণি অর্থ হলো ধর্মের সংগণনা বা ধর্মের শ্রেণিবিভাগ অথবা ধর্মের ব্যাখ্যা। ধর্ম অর্থাৎ লৌকিক ও লোকোত্তর বিষয়সমূহ শ্রেণিবিভাগ করে ব্যাখ্যা করায় গ্রন্থটির এরূপ নামকরণ করা হয়েছে। ধম্মসঙ্গণিকে অভিধর্ম পিটকের মূলস্তম্ভ বলা হয়। অন্তর্জগত ও বহির্জগতের ছোট-বড় যাবতীয় ব্যাপার সমূহকে চিত্ত, চৈতসিক ও জড় পদার্থের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। 'নাম-রূপ'কে কার্যকারণনীতি অনুসারে কুশল-অকুশল এবং অব্যাকৃত ধর্ম হিসেবে শ্রেণিবিন্যাস করে এ-গ্রন্থে আলোচনা করা হয়েছে।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ নবম-দশম শ্রেণি। বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড। বাংলাদেশ। পৃষ্ঠা-43,44