ধন্য মাণিক্য

ত্রিপুরার মহারাজা

ধন্য মাণিক্য ১৪৯০ থেকে ১৫১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ত্রিপুরার মহারাজা ছিলেন। এই সময়কালে ত্রিপুরা সুন্দরী মন্দির স্থাপিত হয়েছিল। []

ধন্য মাণিক্য
ধন্য মাণিক্যের রৌপ্য টাকা (১৫১৪)
ত্রিপুরার মহারাজা
রাজত্ব১৪৯০-১৫১৫
পূর্বসূরিমুকুট মাণিক্য
উত্তরসূরিধ্বজা মাণিক্য
দাম্পত্য সঙ্গীকমলা দেবী
বংশধর
রাজবংশমাণিক্য রাজবংশ
পিতাপ্রথম রত্নমাণিক্য
ধর্মহিন্দু

ধন্য মানিক তার সেনাপতি রায় কচাগ ও রায় কচমের সহায়তায় ত্রিপুরার আঞ্চলিক সীমানা পূর্ববঙ্গ পর্যন্ত বিস্তার করেছিলেন। তিনি সমগ্র কুমিল্লা জেলা এবং সিলেট, নোয়াখালীচট্টগ্রাম জেলার কিছু অংশের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।[]

ধন্য মানিক অনেক মন্দির নির্মাণ করেছিলেন, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির। ১৫১৫ সালে গুটিবসন্তে মৃত্যুর পূর্বে ধন্য মানিক সামরিক শক্তির মাধ্যমে রাজ্যকে সুদৃঢ় করেছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "History of Tripura"Encyclopædia Britannica। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১২ 
  2. "Leading lights among the Manikyas"tripurainfo.com। ৩ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯