ধন্য মাণিক্য
ত্রিপুরার মহারাজা
ধন্য মাণিক্য ১৪৯০ থেকে ১৫১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ত্রিপুরার মহারাজা ছিলেন। এই সময়কালে ত্রিপুরা সুন্দরী মন্দির স্থাপিত হয়েছিল। [১]
ধন্য মাণিক্য | |
---|---|
ত্রিপুরার মহারাজা | |
রাজত্ব | ১৪৯০-১৫১৫ |
পূর্বসূরি | মুকুট মাণিক্য |
উত্তরসূরি | ধ্বজা মাণিক্য |
দাম্পত্য সঙ্গী | কমলা দেবী |
বংশধর | |
রাজবংশ | মাণিক্য রাজবংশ |
পিতা | প্রথম রত্নমাণিক্য |
ধর্ম | হিন্দু |
জীবনী
সম্পাদনাধন্য মানিক তার সেনাপতি রায় কচাগ ও রায় কচমের সহায়তায় ত্রিপুরার আঞ্চলিক সীমানা পূর্ববঙ্গ পর্যন্ত বিস্তার করেছিলেন। তিনি সমগ্র কুমিল্লা জেলা এবং সিলেট, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার কিছু অংশের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন।[২]
ধন্য মানিক অনেক মন্দির নির্মাণ করেছিলেন, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির। ১৫১৫ সালে গুটিবসন্তে মৃত্যুর পূর্বে ধন্য মানিক সামরিক শক্তির মাধ্যমে রাজ্যকে সুদৃঢ় করেছিলেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "History of Tripura"। Encyclopædia Britannica। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১২।
- ↑ "Leading lights among the Manikyas"। tripurainfo.com। ৩ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।