ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন

ধনবাড়ী উপজেলায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান

সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন বাংলাদেশের টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।[১] ১৯১০ সালের ১৪ ডিসেম্বর ধনবাড়ী জমিদার বাড়ির তৎকালীন নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।[২]

সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন
ধরনসরকারি
স্থাপিত১৪ ডিসেম্বর ১৯১০
অবস্থান
অধিভুক্তিমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

ইতিহাস সম্পাদনা

১৯১০ সালে প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান চন্দ্রনাথ তালুকদার এবং পরিচালনা কমিটির প্রধান ছিলেন মৌলভি রোস্তম আলী। ১৯২৯ সালে বিদ্যালয় ভবন নির্মণ করা হয়। ১১টি কক্ষ বিশিষ্ট মূল ভবনটি দৈর্ঘ্যে ২৩০ ফুট এবং প্রস্থ ৩০ ফুট। মূল ভবনে শিক্ষকদের অফিস কক্ষসহ গ্রন্থগার ও মিলনায়তন অবস্থিত। ১৯৬১ থেকে ১৯৬৬ সালের মধ্যে ভবনটির উত্তর দিকে আরো বৃদ্ধি করা হয়।এতে বর্তমানে ১ টি দ্বিতল ভবন ও ৩ টি একতলা এবং একটি টিনের ঘর নিয়ে প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি ধনবাড়ি জমিদার বাড়ি কমপ্লেক্সের মধ্যেই অবস্থিত। এর উত্তরে নবাব বাড়ি এবং সংলগ্ন ধনবাড়ী মসজিদ ও দিঘি। প্রতিষ্ঠানটিতে একটি খেলার মাঠ রয়েছে যার আয়তন ৩.৪৪ একর। বিদ্যালয়টি বাংলাদেশের জাতীয় মহাসড়ক এন৪ এর উত্তর পূর্ব পাশে অবস্থিত।


তথ্যসূত্র সম্পাদনা

  1. "ধনবাড়ী উপজেলা"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২০ 
  2. "নওয়াব ইনস্টিটিউশনের শতবর্ষপূর্তি উৎসব আজ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২০