ধদি

যিনি ধদ দিয়ে সঙ্গীত পরিবেশন করেন

ধদি বা ধাদি (পাঞ্জাবি: ਢਾਡੀ) বলা হয় সেই সকল গায়ককে যারা পাঞ্জাবের লোকজ বাদ্যযন্ত্র ধদসারেঙ্গি ব্যবহার করে গীতসংহিতা গেয়ে থাকেন।[১][২][৩][৪] কাহ্ন সিং নাভের মহান কোষ অনুসারে ধদির সংজ্ঞাটি হল (ধদি হলেন তিনি) "যিনি যোদ্ধাদের জন্য ধদ বাজিয়ে/গান গেয়ে থাকেন"।[১][৩] শিখ গুরুদের সময় ধদি ছিল স্বতন্ত্র সঙ্গীতশিল্পীদের একটি দল।[২][৪][৫][৬] ধদিরা কোথাও কোথাও ধাদি নামেও পরিচিত।

A Dhadi Jatha
চারজন ধদি তথা একটি ধদি জটা ধদি পরিবেশন করছেন

ইতিহাস সম্পাদনা

শিখ গুরুদের মতানুসারে, এটা স্পষ্ট যে ধাদিদের শত বছরের পুরনো ইতিহাস রয়েছে।[৫] ষষ্ঠ শিখগুরু গুরু হরগোবিন্দ ধাদি শিল্পের লালন ও প্রচার করেছিলেন এবং ধাদির ঐতিহ্যকে জমিদার বা শাসকদের প্রশংসার মধ্য দিয়ে সত্য ঈশ্বরের প্রশংসামূলক গানে রূপান্তরিত করেছিলেন।[৫] ধাদির উৎপত্তি হয়েছিল মূলত ষষ্ঠ শিখগুরু গুরু হরগোবিন্দের সময়কালে। গুরু হরগোবিন্দ যখন শিখ উচ্চ আদালত, আকল তখ্ত প্রতিষ্ঠা করেছিলেন তখন গুরুগ্রন্থ সাহেব থেকে পূর্বরচিত গুরুবানি গান গাওয়ার ধাদিদেরকেও প্রতিষ্ঠা করেছিলেন।[৬][৭]

ধদি জটা সম্পাদনা

 
ধদি জাঠাদের একটি পরিবেশনা

ধদি জাঠা (জাঠা মানে দল) হল সাধারণত ধদিদের একটি সংবদ্ধ দল বা ব্যান্ড যা সাধারণত তিন বা চারজন ধদি নিয়ে গঠিত হয়। এর মধ্যে একজন থাকেন সারেঙ্গি বাদক, দু'জন ধদি বাদক এবং একজন কথক যিনি বক্তৃতার মাধ্যমে গল্প বর্ণনা করেন।[৫]

কয়েকটি উল্লেখযোগ্য ধদি জাঠা বা ধদি দল হলো

  • ধদি জাঠা যশবন্ত শিংহ তান
  • সারেঙ্গী কুলদীপ সিংহ
  • ধাদি কুলদীপ সিংহ
  • ধাদি লস্কর সিংহ
  • প্রয়াত ধাদি পাল সিংহ পাঁচি

তথ্যসূত্র সম্পাদনা

  1. Nabha, Kahn Singh (১৯৩০)। Gur Shabad Ratnakar Mahan Kosh (first সংস্করণ)। Amritsar: Bhai Chatar Singh, Jeewan Singh (later ed.)। 
  2. Hardial Thuhi (২০০৮)। Punjabi Lok Dhadi Kala। Unistar Books Pvt. Ltd.। আইএসবিএন 9788171424849 
  3. "'Dhadhis' add zing to poll campaign"News in EnglishBassi PathanaThe Tribune। জানুয়ারি ৫, ২০১২। সংগ্রহের তারিখ জুলাই ২২, ২০১২ 
  4. Michael Nijhawan (২০০৬)। Dhadi Darbar। United Kingdom: Oxford University Press। পৃষ্ঠা 286। আইএসবিএন 9780195679670 
  5. "Importance of Dhadi tradition"। www.esikhs.com। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১২ 
  6. "DHADHIS"। www.sikh-heritage.co.uk। ৬ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১২ 
  7. "DHAD"। www.chandrakantha.com। ১৬ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১২