সাউথওয়ার্থ হাউজ (ক্লিভল্যান্ড, ওহাইও)

দ্যা সাউথওয়ার্থ হাউস হল ১৮৭৯ সালে ইটালীয় ধাচেঁ তৈরী একটি ক্লাসিক্যাল রিভাইভ্যাল বাড়ি। এটি যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড,ওহাইওতে অবস্থিত। এটি নামকরণ করা হয় এর প্রথম মালিকের নামে-ডব্লিউ-পি-সাউথওয়ার্থ যিনি ক্লিভল্যান্ডের[১] একজন স্থায়ী বাসিন্দা ছিলেন। সেই সময়ে এই বাড়িটি বিভিন্ন বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হত।পূর্বের প্রতিবেশী দেশগুলোর মধ্যে এটিও ঐতিহাসিক স্থানসমূহের একটি হিসেবে জাতীয় নিবন্ধন করা হয় ১৯৮৪ সালে।[২][৩]

সাউথওয়ার্থ হাউস
মানচিত্র
অবস্থান3334 Prospect Ave., ক্লিভল্যান্ড,ওহাইও,যুক্তরাষ্ট্র
ধরনঐতিহাসিক স্থাপনা
নির্মাণ
নির্মিত১৮৭৯
পুনঃসংস্কার১৯৯৬
স্থপতিজানা নেই

নির্মাণ সম্পাদনা

এই বাড়িটি ক্লিভল্যান্ডের ব্যবসায়ী উইলিয়াম পালমার সাউথওয়ার্থ[৪] ১৮৭৯ সালে তৈরী করেন।তিনি ১৮৫০[১] সালে ডব্লিউ-পি-সাউথওয়ার্থ কো. নামে ক্লিভল্যান্ডে একটি মুদির ব্যবসা দাড় করান। ক্লিভল্যান্ডে তিনি ও তার স্ত্রী লুইস যথেষ্ট সম্মানিত ব্যক্তি ছিলেন।লুইস যখন মহিলাদের ভোটাধিকারের জন্য কাজ করতেন তখন তাদের দোকান (যেটা পাবলিক স্কোয়ার ডাউনটাউনে অবস্থিত) এক অগ্নিকান্ডে ধ্বংস হয়ে যায় এবং সে খবরটা নিউ ইয়র্ক টাইম্‌স[৫] এর পত্রিকাতেও স্থান পায়। বাড়িটির ভিত্তি পাথরের ,দেওয়ালগুলো ইটের এবং একটি বেসমেন্ট আছে।এর স্থপতির নাম জানা যায়নি[৩][৬]। তিনতলা বিশিষ্ট বাড়িটিতে উনিশটি কক্ষ আছে[৭][৮],১৯০৪ সালে সাউথওয়ার্থ একটি এলিভেটর[৯] সংজোযন করেন যেটা এখনও অক্ষত আছে।

সাউথওয়ার্থ পরবর্তী সময় সম্পাদনা

১৯০৬ সালে,ক্লিভল্যান্ডের এক ব্যাপিস্ট(খ্রিষ্টধর্মের শাখাবিশেষ) গ্রুপ একটি সংগঠন দাড় করায় দ্যা ব্যাপিস্ট হোম অব নর্দান ওহায়ো নামে, বয়জেষ্ঠ ব্যাপিস্টদের জন্য একটি অবসরপরবর্তী হোমপ্রতিষ্ঠার উদ্দেশ্যে। ১০ মাস পর সাউথওয়াথ বাড়িটি এই সংগঠনের কাছে বিক্রি করে দেয়। যেটার অর্থায়ন করে একজন মানবসেবী শিল্পোদ্যোক্তা জন ডি রকিফেলার, যিনি নিজেও একজন ব্যাপিস্ট। স্থানীয় গীর্জার সাহায্যার্থে বাড়িটি ১৯০৭[৮] সালের ১৬ অক্টোবর পুনরায় খোলা হয়।১৯১০ সালের সরকারি আদমশুমারি অনুযায়ী ,ওই বছরের শেষ পর্যন্ত ব্যাপিস্ট হাউস ১৪ জন স্থানীয়দের সেবা দিয়েছিল। সে সময়ে পুরো সম্পত্তির মূল্য ছিল ১৫[১০] হাজার মার্কিন ডলার। শেষ পর্যন্ত সাউথওয়ার্থের প্রাক্তন বাড়িটি আর অবসর যাপনের বাড়ি ছিল না। ব্যাপিস্ট হোম সেটি ১৯১৯ সালে বিক্রি করে দিয়ে নতুন জায়গায় স্থানান্তরিত হয়[৮]। তখন থেকে বাড়িটি উদ্দেশ্যহীন ভাবে পড়ে ছিল।

১৯৫০ থেকে ১৯৬০ এর মধ্যে বাড়িটি বিভিন্ন ব্যাবসায়িক কাজে ব্যবহৃত হয়ে আসছে, সেসময় এটিকে ডাকা হত এডলমার ভবন (Edelmar Building) আথবা হিসাবরক্ষকের ভবন।১৯৭৩ সালে সাউথওয়ার্থের বাড়িটি কেনেন পাই সিগমা টাউ আলফা। এটা পরে ক্লিভল্যান্ড স্টেটের পর্যায়কালে ডেল্টা সিগমা ফাইয়ের একটি সমধর্মিতার বাড়ি হিসেবে পরিচিতি পায়[১১]। সেই সময়ের অনেক পরে ১৯৯৭ সালে একটি সাস্থ্য পরিচর্যা প্রতিষ্ঠান এটি কিনে নেয়[১১]।২০০৫ সালে যখন জানা যায় প্রতিষ্ঠানটি ভুয়া আর এর এর মালিককে জেলে পাঠানো হয়[১২] , তখন একটি ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ প্রতিষ্ঠান নিলামে সম্পত্তিটি কিনে নেয়[১১]। কিন্তু পরে আবার বিক্রিও করে দেয়[৭]। বর্তমানে সাউথওয়ার্থ হাউস টি একটি সত্যিকার সাস্থ্য পরিচর্যা প্রতিষ্ঠান হিসেবে এবং “লেবার্স ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব নর্থ আমেরিকা” প্রতিষ্ঠানের স্থানীয় শাখা হিসেবে পরিচিতি পাচ্ছে[১৩][১৪]

রক্ষনাবেক্ষন সম্পাদনা

সাউথওয়াথ হাউস স্থানীয় ও জাতীয়ভাবে বেশ পরিচিত। আরও অনেক স্থাপনার সাথে এটিও ন্যাশনাল রেজিস্টার অব হিস্টোরিক্যাল প্লেস হিসেবে স্বীকৃতি পায় ১৯৮৪ সালের ১লা নভেম্বরে ক্লাসিক্যাল রিভাইভেল এন্ড ইতালীয় আর্কিটেক্চার এর একটি অংশ হিসেবে এবং সাউথওয়ার্থের[৩] সাথে এটির সর্ম্পকের কারণে[১৫]। ডেল্টা সিগমা ফাই এর সময়কালে এটি ক্লিভল্যান্ডের[১৬] একটি ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত ছিল। ১৯৮৪ সালের ঐতিহাসিক নিদর্শন হিসেবে স্বীকৃতি পাওয়ার পর সাউথওয়ার্থ হাউস এর সার্বজনীন এবং ব্যক্তিগত দুই ভাবেই অর্থায়ন হতে থাকে। ১৯৯৬ সালে সানরাইজ হোম হেল্থ কেয়ার এটি কেনার আগ্রহ প্রকাশ করলে ক্লিভল্যান্ড সিটি কাউন্সিল সম্পত্তিটি সংস্কারের জন্য আড়াই লাখ মির্কিন ডলারের অর্থ সহায়তা দেয়[১৭]। ঠিকাদার মাইকেল চেসলার (Michael Chesler)[১৮] এর অধীনে স্থপতি স্কট এবং এনালিয়া ডিমিট বাড়িটির রেস্টোরেশন(পুরোনো স্থাপনা নতুন করে বানানো) শুরু করে এবং ২০০৫ সালে লেবারস ইউনিয়ন এটি কেনার পরেও তারা রেস্টোরেশন কার্য চালিয়ে যায়[১৯]। নির্মাণ শ্রমিকরা এটির ইউনিয়ন হল তৈরী করে এবং ২০০৭ সালের অক্টোবর মাসে কাজ শেষ করে[২০]। ২০০৯ সালের অক্টোবরে ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন বাড়িটির ঐতিহাসিক মূল্য হিসেবে অবগত হন[২১]।বর্তমানে বাড়িটি একটি ইতালীয় নিদর্শন হিসেবে বহু ঐতিহাসিক সাক্ষ্য বহন করছে[২২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Wholesale Grocers", Encyclopedia of Cleveland History, Case Western Reserve University, 1997-07-12. Accessed 2008-12-25.
  2. কর্মী (২০০৯-০৩-১৩)। "জাতীয় নিবন্ধন তথ্য পদ্ধতি"ঐতিহাসিক স্থানসমূহের জাতীয় নিবন্ধনজাতীয় পার্ক পরিষেবা 
  3. Southworth House ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জুলাই ২০১১ তারিখে, Ohio Historical Society. Accessed 2008-12-25.
  4. Grant, Alison (২০০৭-১২-১৩)। "19-century mansion revived as union hall for Laborers Local 860"The Plain Dealer। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৬ 
  5. Incendiaries in Cleveland.; A Large Fire Causing a Loss of $267,000 — Another Up Town at the Same Time. New York Times 1882-03-25: 1. Accessed 2008-12-25.
  6. The City Record ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মার্চ ২০১৬ তারিখে (Cleveland city council meeting record), 2006-06-21, p. 9. Accessed 2008-12-26.
  7. Southworth Mansion ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ নভেম্বর ২০০৮ তারিখে, The Chesler Group, 2007. Accessed 2008-12-25.
  8. "Judson Retirement Community", Encyclopedia of Cleveland History, Case Western Reserve University, 2006-08-29. Accessed 2008-12-25.
  9. The Correspondence of George A. Myers and James Ford Rhodes, 1910-1923-III[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], Ohio History Quarterly, 64 (1955): 239.
  10. United States Census Bureau. Benevolent Institutions 1910. Washington: Census Bureau 1913, p. 233. Accessed 2008-12-26.
  11. History of the Southworth Mansion ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ জানুয়ারি ২০০৯ তারিখে, The Chesler Group, 2007. Accessed 2008-12-25.
  12. News Release ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে, United States District Attorney for the Northern District of Ohio, 2005-05-26. Accessed 2008-12-26.
  13. HORIZON HEALTH SERVICES LLC ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ অক্টোবর ২০১১ তারিখে, Cortera.com, 2008. Accessed 2008-12-26.
  14. Laborers 860 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মার্চ ২০০৯ তারিখে, Local 860. Accessed 2008-12-26.
  15. Sites listed at Cleveland Landmark Structures ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ সেপ্টেম্বর ২০০৯ তারিখে (from Case Western Reserve University's Encyclopedia of Cleveland History, accessed 2008-12-26) with their entries at the কর্মী (২০০৮-০৪-১৫)। "জাতীয় নিবন্ধন তথ্য পদ্ধতি"ঐতিহাসিক স্থানসমূহের জাতীয় নিবন্ধনজাতীয় পার্ক পরিষেবা 
  16. Properties Designated as Cleveland Landmarks Through 1998 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ অক্টোবর ২০০৭ তারিখে, Cleveland. Accessed 2008-12-26.
  17. The City Record ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ মার্চ ২০১৮ তারিখে (Cleveland city council meeting record), 1996-10-30, p. 9-10. Accessed 2008-12-26.
  18. "Southworth Mansion Restoration - Cleveland Ohio 2007"। Dimit Architects। সংগ্রহের তারিখ ২০০৯-১০-২০ 
  19. "Laborers 860 Union Hall"Builders Exchange Magazine7 (1)। জানুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ২০০৯-১০-২০ 
  20. Roguski, Randy (২০০৭-১২-১৪)। "Audio: Touring the restored Southworth mansion, now a union hall"। Cleveland.com। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৬ 
  21. Litt, Steven (২০০৯-১০-২০)। "Laborers' Union Local 860 wins National Trust award for restoring Southworth House in Cleveland"The Plain Dealer। Cleveland, Ohio। সংগ্রহের তারিখ ২০০৯-১০-২০ 
  22. Pictures at History of the Southworth Mansion ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ জানুয়ারি ২০০৯ তারিখে (The Chesler Group, 2007. Accessed 2008-12-25.) and picture included in article infobox