দ্য লাস্ট রাজা অব ওয়েস্ট পাকিস্তান

দ্য লাস্ট রাজা অব ওয়েস্ট পাকিস্তান (বাংলা: পশ্চিম পাকিস্তানের সর্বশেষ রাজা) হলো পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চাকমা রাজা ত্রিদিব রায়ের জীবনীমূলক একটি গ্রন্থ। এই বইয়ের লেখক প্রিয়জিৎ দেবসরকার।[২] তিনি লন্ডনে বসবাসরত একজন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক[৩][৪] বইটি প্রধানত রাজা ত্রিদিব রায়ের সরকার ও তাঁর শাসনের দিকে আলোকপাত করে। রাজা ত্রিদিব রায় ছিলেন বর্তমান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চাকমা জনগোষ্ঠীর ৫০তম রাজা। বইটি ১৯৫৩ সালে ত্রিদিব রায়ের রাজা হিসেবে রাজ্যাভিষেক থেকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত তাঁর সম্পূর্ণ জীবন-ইতিহাসের বিবরণ দেয়।

দ্য লাস্ট রাজা অব ওয়েস্ট পাকিস্তান
The Last Raja of West Pakistan (Cover Photo).jpg
লেখকপ্রিয়জিৎ দেবসরকার[১]
দেশভারত
ভাষাইংরেজি
বিষয়বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংস্কৃতি
প্রকাশকরোমান বুক্স, কোলকাতা
মিডিয়া ধরনছাপান (হার্ডকভার)
পৃষ্ঠাসংখ্যা১৫০
আইএসবিএন৯৭৮-৯৩৮৩৮৬৮১৬২

বইটিতে লিপিবদ্ধ আছে যে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ত্রিদিব রায় কীভাবে পাকিস্তানের পক্ষাবলম্বন করেন। তাঁর আশঙ্কা ছিল যে স্বাধীন বাংলাদেশে চাকমা রাজ্যের স্বায়ত্তশাসন থাকবে না এবং বাঙালিদের কারণে চাকমারা স্থানচ্যুত হবে তাই তিনি পশ্চিম পাকিস্তানের সাথে হাত মিলিয়ে স্বায়ত্তশাসন বজায় রাখতে চেয়েছিলেন। পরবর্তীকালে যুদ্ধ শেষ হলে তিনি পাকিস্তান চলে যান। রাজা ত্রিদিব রায়ের তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকারের প্রতি বিশ্বস্ততার বিশদ বিবরণের কারণেই বইটির নামকরণ দ্য লাস্ট রাজা অফ ওয়েস্ট পাকিস্তান করা হয়েছে। বইটি উল্লেখ করে যে পাকিস্তানে ত্রিদিব রায় একজন লেখক, কূটনৈতিক, বৌদ্ধ ধর্মীয় নেতা ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত হন এবং ১৯৮১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি আর্জেন্টিনায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালনও করেন।[৫] বই অনুযায়ী মুক্তিযুদ্ধে আনুগত্যের কারণে পাকিস্তান সরকার ত্রিদিব রায়কে আজীবনের জন্য ফেডারেল মন্ত্রী ঘোষণা করে।

বইটি মূলত মাধ্যমিক উৎসসমূহের তথ্য দিয়ে গবেষণা করা হয়। ফলস্বরূপ এটির তথ্যসূত্রসমূহই প্রায় ৩৫ পৃষ্ঠা জুড়ে উপস্থিত রয়েছে।

তথ্যসূত্রসম্পাদনা

  1. http://heyevent.uk/event/kl2ksasni6nk4a/book-lauch-the-last-raja-of-west-pakistan
  2. http://priyajit.co.uk/
  3. http://www.bbc.com/bengali/news/2015/12/151207_chakma_raja_tridib_roy_priyajit_debsarkar_book_last_raja_of_west_pakistan
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০১৬ 
  5. http://indianexpress.com/article/lifestyle/books/book-review-all-that-remains/