দ্য লাস্ট ডেজ অব ইউনাইটেড পাকিস্তান

দ্য লাস্ট ডেজ অব ইউনাইটেড পাকিস্তান গ্রন্থটি রচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জি. ডব্লিউ চৌধুরী। তিনি ১৯৬৯ থেকে ১৯৭১ সাল নাগাদ পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী ও ইয়াহিয়া খান উপদেষ্টা ছিলেন। এই সময়ে পাকিস্তানের রাজনৈতিক ঘটনাবলী তিনি এই বইয়ে তুলে ধরেছেন। তিনি এই বইয়ে তৎকালীন পাকিস্তানের দুই প্রধান রাজনীতিবিদ জুলফিকার আলী ভুট্টো এবং শেখ মুজিবুর রহমান এর ব্যাপারে তার নিজ মন্তব্য করেছেন। তাছাড়া অখণ্ড পাকিস্তানের প্রতি তার সমর্থনও বইটিতে ফুটে উঠে।

দ্য লাস্ট ডেজ অব
ইউনাইটেড পাকিস্তান
বাংলায় অনুদিত গ্রন্থের প্রচ্ছদ
লেখকজি ডব্লিঊ চৌধুরী
মূল শিরোনামThe Last Days of United Pakistan
অনুবাদকইফতেখার আমিন
প্রচ্ছদ শিল্পীধ্রুব এষ
দেশবাংলাদেশ
ভাষাইংরেজি
বিষয়রাজনীতি
প্রকাশকঐতিহ্য
পৃষ্ঠাসংখ্যা১৮৪
আইএসবিএন[[বিশেষ:বইয়ের_উৎস/আইএসবিএন 984-776-331-3|আইএসবিএন ৯৮৪-৭৭৬-৩৩১-৩]] {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: অবৈধ অক্ষর

অধ্যাপক চৌধুরী তৎকালীন রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের সাথে চীন সফরে যান। চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ব্যাপারে তিনি এই বইয়ে গুরুত্ব পূর্ন তথ্য তুলে ধরেছেন।