দ্য লাস্ট গিফট

আব্দুলরাজ্জাক গুরনাহ রচিত উপন্যাস (২০১১)

দ্য লাস্ট গিফট (ইংরেজি: The Last Gift, অনুবাদ'শেষ উপহার') হল আবদুলরাজাক গুরনাহ রচিত অষ্টম উপন্যাস। এটি ২০১১ সালে ব্লুমসবারি পাবলিশিং থেকে প্রথম প্রকাশিত হয়।[১] পূর্ব আফ্রিকা থেকে ইংল্যান্ডে অভিবাসিত আব্বাস নামক একজন ব্যক্তিকে কেন্দ্র করে এই উপন্যাসের গল্প আবর্তিত হয়েছে, যে স্ট্রোকের পর তার অতীতের স্মৃতিচারণ করে।[২]

দ্য লাস্ট গিফট
লেখকআবদুলরাজাক গুরনাহ
দেশযুক্তরাজ্য
প্রকাশকব্লুমসবারি
প্রকাশনার তারিখ
২০১১
পৃষ্ঠাসংখ্যা২৮৮
আইএসবিএন৯৭৮-১-৪০৮৮-১৫১৮-২
পূর্ববর্তী বইডিজার্শন 
পরবর্তী বইগ্র্যাভল হার্ট 

সাহিত্য সমালোচনা সম্পাদনা

উপন্যাসটি মিশ্র প্রতিক্রিয়া লাভ করে। ফাইন্যান্সিয়াল টাইমস-এর অ্যামিনেটা ফোর্না উপন্যাসটিকে "বিশাল মাপের" বলে উল্লেখ করেন এবং গুরনাহের গল্পকথন ও পারিবারিক সম্পর্কের নিরীক্ষণের প্রশংসা করেন।[১] দ্য গার্ডিয়ান-এর জাইলস ফোডেন গুরনাহের গদ্যের প্রশংসা করেন।[৩] অন্যদিকে, কার্কাস রিভিউসের একজন পর্যালোচক অতীত ও বর্তমানের মধ্যকার উত্তরণকালের সমালোচনা করেন এবং মনে করেন বইটির মুখ্য সংকট পাঠককে আটকে রাখতে যথেষ্ট নয়।"[৪] পাবলিশার্স উইকলি লিখে যে বর্ণনার গতি প্রায়ই মন্থর, কিন্তু দৃশ্যপট এবং নশ্বরতা ও স্মৃতির বিষয়বস্তুর প্রশংসা করে।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ফোর্না, অ্যামিনেটা (১৩ মে ২০১১)। "The Last Gift"ফাইন্যান্সিয়াল টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২১ 
  2. "The Last Gift"পাবলিশার্স উইকলি (ইংরেজি ভাষায়)। ২৮ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২১ 
  3. ফোডেন, জাইলস (২১ মে ২০১১)। "The Last Gift by Abdulrazak Gurnah – review"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২১ 
  4. "The Last Gift"কার্কাস রিভিউস (ইংরেজি ভাষায়)। ১৫ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২১