দ্য লাস্ট কমান্ড (১৯২৮-এর চলচ্চিত্র)
দ্য লাস্ট কমান্ড (ইংরেজি: The Last Command, অনুবাদ 'শেষ নির্দেশ') হল ইয়োসেফ ফন স্টের্নবের্গ পরিচালিত ১৯২৮ সালের মার্কিন নির্বাক চলচ্চিত্র। লায়োস বিরোর গল্প অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন জন এফ. গুডরিচ ও হারমান জে. ম্যাংকাভিৎস। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন এমিল জ্যানিংস, যিনি একাডেমি পুরস্কারের ১ম আয়োজনে এই চলচ্চিত্র ও দ্য ওয়ে অব অল ফ্লেশ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন।[১] এছাড়া পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন ইভলিন ব্রেন্ট ও উইলিয়াম পাওয়েল। ২০০৬ সালে চলচ্চিত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেস কর্তৃক "সাংস্কৃতিক, ঐতিহাসিক বা নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ" বিবেচনায় জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য গণ্য করা হয়।
দ্য লাস্ট কমান্ড | |
---|---|
The Last Command | |
পরিচালক | ইয়োসেফ ফন স্টের্নবের্গ |
প্রযোজক | আডলফ জুকর জেসি এল. লাস্কি |
রচয়িতা | লায়োস বিরো |
চিত্রনাট্যকার | জন এফ. গুডরিচ হারমান জে. ম্যাংকাভিৎস |
শ্রেষ্ঠাংশে |
|
প্রযোজনা কোম্পানি | প্যারামাউন্ট ফেমাস প্লেয়ার্স-লাস্কি |
পরিবেশক | প্যারামাউন্ট পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ৮৫ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | নির্বাক (ইংরেজি আন্তঃভাষ্য) |
কুশীলব
সম্পাদনা- এমিল জ্যানিংস - গ্র্যান্ড ডিউক সার্জিয়াস আলেকজান্ডার
- ইভলিন ব্রেন্ট - নাটালি "নাতাশা" দাব্রভা
- উইলিয়াম পাওয়েল - লিও আন্দ্রেয়েভ
- জ্যাক রেমন্ড - সহকারী পরিচালক
- নিকোলাস সুসানিন - অ্যাডজুট্যান্ট
- মিখাইল ভিসারভ - দেহরক্ষী
- ফ্রিৎজ ফেল্ড - বিপ্লবী
মূল্যায়ন
সম্পাদনামুক্তির পর চলচ্চিত্রটি ইতিবাচক সমালোচনা অর্জন করলেও বক্স অফিসে আয় করতে ব্যর্থ হয়।[২] বাণিজ্যিকভাবে ব্যর্থ হলেও চলচ্চিত্রটি শ্রেষ্ঠ মৌলিক গল্প বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে এবং জ্যানিংস শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার লাভ করেন।[৩][৪]
মার্কিন নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা প্রেস্টন স্টার্জেস দ্য লাস্ট কমান্ড-কে তার দেখা একমাত্র স্বয়ংসম্পূর্ণ চলচ্চিত্র বলে ঘোষণা দেন।[৫] লেখক ও চলচ্চিত্র সমালোচক লেওনার্ড ম্যালটিন চলচ্চিত্রটিকে চারে চার তারকা প্রদান করে বলেন, "এটি জীবনের উপলব্ধি ও হলিউডে কর্ম নিয়ে সুশোভিত একটি মনমুগ্ধকর গল্প।"[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The 1st Academy Awards (1929) Nominees and Winners"। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০।
- ↑ Baxter, 1971. P. 52: “...the commercial failure of The Last Command...[it] made only a small profit.”
- ↑ Baxter, 1993. P. 90: “...his [Sternberg’s] popular and critically successful silent film, The Last Command.”
- ↑ Baxter, 1971. P. 52: “...the commercial failure of The Last Command…[it] made only a small profit.”
- ↑ Weinberg, 1967. p. 39 and p. 37: Weinberg provides numerous accolades for US and Europe on the film
- ↑ ম্যালটিন, লেওনার্ড; গ্রিন, স্পেন্সার; এডেলম্যান, রব (জানুয়ারি ২০১০)। Leonard Maltin's Classic Movie Guide। নিউ ইয়র্ক সিটি: প্লুম। পৃষ্ঠা ৩৬১। আইএসবিএন 978-0-452-29577-3।
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে দ্য লাস্ট কমান্ড (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্য লাস্ট কমান্ড (ইংরেজি)
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে দ্য লাস্ট কমান্ড
- ভার্চুয়াল হিস্ট্রিতে The Last Command
- ক্রাইটেরিয়ন কালেকশনে অ্যান্টন কায়েসের প্রবন্ধ - The Last Command: Illusions and Delusions