দ্য লাস্ট কমান্ড (১৯২৮-এর চলচ্চিত্র)

১৯২৮-এর মার্কিন নির্বাক চলচ্চিত্র

দ্য লাস্ট কমান্ড (ইংরেজি: The Last Command, অনুবাদ'শেষ নির্দেশ') হল ইয়োসেফ ফন স্টের্নবের্গ পরিচালিত ১৯২৮ সালের মার্কিন নির্বাক চলচ্চিত্র। লায়োস বিরোর গল্প অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন জন এফ. গুডরিচ ও হারমান জে. ম্যাংকাভিৎস। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন এমিল জ্যানিংস, যিনি একাডেমি পুরস্কারের ১ম আয়োজনে এই চলচ্চিত্র ও দ্য ওয়ে অব অল ফ্লেশ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন।[] এছাড়া পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন ইভলিন ব্রেন্ট ও উইলিয়াম পাওয়েল। ২০০৬ সালে চলচ্চিত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেস কর্তৃক "সাংস্কৃতিক, ঐতিহাসিক বা নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ" বিবেচনায় জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য গণ্য করা হয়।

দ্য লাস্ট কমান্ড
The Last Command
পরিচালকইয়োসেফ ফন স্টের্নবের্গ
প্রযোজকআডলফ জুকর
জেসি এল. লাস্কি
রচয়িতালায়োস বিরো
চিত্রনাট্যকারজন এফ. গুডরিচ
হারমান জে. ম্যাংকাভিৎস
শ্রেষ্ঠাংশে
প্রযোজনা
কোম্পানি
প্যারামাউন্ট ফেমাস প্লেয়ার্স-লাস্কি
পরিবেশকপ্যারামাউন্ট পিকচার্স
মুক্তি
  • ২২ জানুয়ারি ১৯২৮ (1928-01-22)
স্থিতিকাল৮৫ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষানির্বাক
(ইংরেজি আন্তঃভাষ্য)

কুশীলব

সম্পাদনা
  • এমিল জ্যানিংস - গ্র্যান্ড ডিউক সার্জিয়াস আলেকজান্ডার
  • ইভলিন ব্রেন্ট - নাটালি "নাতাশা" দাব্রভা
  • উইলিয়াম পাওয়েল - লিও আন্দ্রেয়েভ
  • জ্যাক রেমন্ড - সহকারী পরিচালক
  • নিকোলাস সুসানিন - অ্যাডজুট্যান্ট
  • মিখাইল ভিসারভ - দেহরক্ষী
  • ফ্রিৎজ ফেল্ড - বিপ্লবী

মূল্যায়ন

সম্পাদনা

মুক্তির পর চলচ্চিত্রটি ইতিবাচক সমালোচনা অর্জন করলেও বক্স অফিসে আয় করতে ব্যর্থ হয়।[] বাণিজ্যিকভাবে ব্যর্থ হলেও চলচ্চিত্রটি শ্রেষ্ঠ মৌলিক গল্প বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে এবং জ্যানিংস শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার লাভ করেন।[][]

মার্কিন নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা প্রেস্টন স্টার্জেস দ্য লাস্ট কমান্ড-কে তার দেখা একমাত্র স্বয়ংসম্পূর্ণ চলচ্চিত্র বলে ঘোষণা দেন।[] লেখক ও চলচ্চিত্র সমালোচক লেওনার্ড ম্যালটিন চলচ্চিত্রটিকে চারে চার তারকা প্রদান করে বলেন, "এটি জীবনের উপলব্ধি ও হলিউডে কর্ম নিয়ে সুশোভিত একটি মনমুগ্ধকর গল্প।"[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The 1st Academy Awards (1929) Nominees and Winners"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০ 
  2. Baxter, 1971. P. 52: “...the commercial failure of The Last Command...[it] made only a small profit.”
  3. Baxter, 1993. P. 90: “...his [Sternberg’s] popular and critically successful silent film, The Last Command.”
  4. Baxter, 1971. P. 52: “...the commercial failure of The Last Command…[it] made only a small profit.”
  5. Weinberg, 1967. p. 39 and p. 37: Weinberg provides numerous accolades for US and Europe on the film
  6. ম্যালটিন, লেওনার্ড; গ্রিন, স্পেন্সার; এডেলম্যান, রব (জানুয়ারি ২০১০)। Leonard Maltin's Classic Movie Guide। নিউ ইয়র্ক সিটি: প্লুম। পৃষ্ঠা ৩৬১। আইএসবিএন 978-0-452-29577-3 

বহিঃসংযোগ

সম্পাদনা