দ্য রয়েল বেঙ্গল টাইগার (চলচ্চিত্র)

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র

দ্য রয়েল বেঙ্গল টাইগার[] একটি ভারতীয় বাংলা চলচ্চিত্র। ২০১৪ সালে চলচ্চিত্রটি মুক্তি পায়। চলচ্চিত্রটির পরিচালক রাজেশ গাঙ্গুলি। চলচ্চিত্রটি প্রোযোজনা করেছেন নিরজ পান্ডে এবং শীতল ভাটিয়া।

দ্য রয়েল বেঙ্গল টাইগার
দ্য রয়েল বেঙ্গল টাইগার চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরাজেশ গাঙ্গুলি
প্রযোজকনিরজ পান্ডে
শীতল ভাটিয়া
রচয়িতানিরজ পান্ডে
রাজেশ গাঙ্গুলি
শ্রেষ্ঠাংশেআবির চট্টোপাধ্যায়
প্রিয়াঙ্কা সরকার
শ্রদ্ধা দাস
জিত্‍
সুরকারসঞ্জয় চৌধুরী
চিত্রগ্রাহকপ্রতাপ রোউট
সম্পাদকশ্রী নারায়ন সিংহ
প্রযোজনা
কোম্পানি
ফ্রাইডে ফিল্মওয়ারক্স
পরিবেশকভিয়াকম ১৮ মোশন পিকচারস
মুক্তি
  • ৩১ জানুয়ারি ২০১৪ (2014-01-31)
স্থিতিকাল১ ঘণ্টা ৪৯ মিনিট
দেশভারত
ভাষাবাংলা, হিন্দি, তামিল

মূল কাহিনী

সম্পাদনা

অভি (আবির চট্টোপাধ্যায়) সাধারণ বিনম্র ও নিরীহ বাঙ্গালি পরিবারের লোক এবং প্রতিবাদ কি তিনি জানেন না । তিনি তার স্ত্রী অপু (প্রিয়াঙ্কা সরকার) এবং তার ছেলে সঙ্গে কলকাতায় বসবাস করেন । তার একটি ভাড়াটে গত ছয় মাস গত তার মাসিক ভাড়া দেয় ন এবং যখনই তিনি সব টাকা পরিশোধের জন্য অনুরোধ করেন তখনই সে অস্বীকার করেন ।অভি কেবল তার অফিসে একজন কমকর্তা । কিন্তু তার নিজের সহকর্মী দিপংকর তাকে হিংসা করে এবং অভির বিরুদ্ধে মিথ্যাচার জন্য সুপারিশ করে ও অন্যান্য উপায় তার আরো পতন পরিকল্পনা করতে থাকে । কিন্তু নন্দিনী ও তার অন্যান্য সহকর্মী খুব ভাল বন্ধু ।[তথ্যসূত্র প্রয়োজন]

অভিনয়ে

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Ghosh, Madhusree (ফেব্রু ২, ২০১৪)। "review: The Royal Bengal Tiger"Times of India। সংগ্রহের তারিখ আগস্ট ২৮, ২০১৪