দ্য মেইল অন সানডে
দ্য মেইল অন সানডে একটি ব্রিটিশ রক্ষণশীল সংবাদপত্র, একটি ট্যাবলয়েড বিন্যাসে প্রকাশিত। এটি যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বিক্রি হওয়া রবিবারের সংবাদপত্র এবং লর্ড রথারমেয়ার ১৯৮২ সালে এটি চালু করেছিলেন। এর ভগিনী সংবাদপত্র, ডেইলি মেইল, প্রথম প্রকাশিত হয়েছিল ১৮৯৬ সালে।
![]() দ্য মেইল অন সানডে প্রচ্ছদ | |
ধরন | সাপ্তাহিক পত্রিকা |
---|---|
ফরম্যাট | ট্যাবলয়েড |
মালিক | ডেইলি মেইল অ্যান্ড জেনারেল ট্রাস্ট |
প্রকাশক | ডিএমজি মিডিয়া |
সম্পাদক | ডেভিড ডিলন |
প্রতিষ্ঠাকাল | ২ মে ১৯৮২ |
রাজনৈতিক মতাদর্শ | রক্ষণশীল |
ভাষা | ইংরেজি |
সদর দপ্তর | নর্থক্লিফ হাউস, কেনসিংটন, লন্ডন, ইংল্যান্ড |
প্রচলন | ৭৯৭,১৪৮[১] |
আইএসএসএন | ০২৬৩-৮৮৭৮ |
ওয়েবসাইট | www |
জুলাই ২০১১ সালে, নিউজ অফ দ্য ওয়ার্ল্ড বন্ধ হওয়ার পর, দ্য মেইল অন সানডে সপ্তাহে প্রায় ২.৫ মিলিয়ন কপি বিক্রি করে - এটি ব্রিটেনের সবচেয়ে বেশি বিক্রি হওয়া রবিবারের সংবাদপত্রে পরিণত হয় - কিন্তু সেপ্টেম্বরের মধ্যে তা কমে মাত্র ২ মিলিয়নের নিচে নেমে আসে। [২] ডেইলি মেইলের মতো এটিও ডেইলি মেইল অ্যান্ড জেনারেল ট্রাস্ট (ডিএমজিটি) এর মালিকানাধীন, তবে দুটি পত্রিকার সম্পাদকীয় কর্মী সম্পূর্ণ আলাদা।[তথ্যসূত্র প্রয়োজন] ডিসেম্বর ২০১৬ এ এটির গড় সাপ্তাহিক প্রচলন ছিল ১,২৮৪,১২১; সেপ্টেম্বর ২০১৯ এর মধ্যে এটি এক মিলিয়নের নিচে নেমে এসেছিল [৩] ২০২০ সালের এপ্রিলে সম্পাদকদের সমিতি ঘোষণা করেছিল যে দ্য মেইল অন সানডে ২০১৯ সালের বর্ষসেরা রবিবারের সংবাদপত্র বিজয়ী [৪]
ইতিহাস
সম্পাদনাএই অনুচ্ছেদটি সম্প্রসারণ করা প্রয়োজন। |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Mail on Sunday - Data - ABC | Audit Bureau of Circulations"। www.abc.org.uk।
- ↑ "National newspaper circulation December 2007"। The Guardian। UK। ২০০৭। ৯ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০০৮।
- ↑ "Print ABCs: Seven UK national newspapers losing print sales at more than 10 per cent year on year"। Press Gazette। ২৩ জানুয়ারি ২০১৭। ৫ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "Winners of the National Press Awards for 2019 revealed – Society of Editors" (ইংরেজি ভাষায়)। ৩ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৯।