দ্য ডিভাইন লেডি
দ্য ডিভাইন লেডি হল ফ্র্যাংক লয়েড পরিচালিত ১৯২৯ সালের মার্কিন ঐতিহাসিক জীবনীমূলক চলচ্চিত্র। এতে ভিটাফোন শব্দ, সামঞ্জস্য বিধানকারী সঙ্গীতধর্মী সুর, শব্দ এবং কিছু সামঞ্জস্যপূর্ণ গান রয়েছে, কিন্তু কোন সংলাপ নেই। ছবিটিতে হোরাশিও নেলসন ও এমা হ্যামিলটনের প্রেমের সম্পর্ক বর্ণিত হয়েছে এবং প্রধান এই দুটি চরিত্রে অভিনয় করেন যথাক্রমে ভিক্টর ভারকনি ও করিন গ্রিফিথ। ই. ব্যারিংটনের দ্য ডিভাইন লেডি: আ রোম্যান্স অব নেলসন অ্যান্ড এমা হ্যামিলটন অবলম্বনে এটি চলচ্চিত্রের উপযোগী করেন ফরেস্ট হ্যালসি ও হ্যারি কার।[১]
দ্য ডিভাইন লেডি | |
---|---|
![]() | |
The Divine Lady | |
পরিচালক | ফ্র্যাংক লয়েড |
প্রযোজক |
|
রচয়িতা |
|
উৎস | ই. ব্যারিংটন কর্তৃক দ্য ডিভাইন লেডি: আ রোম্যান্স অব নেলসন অ্যান্ড এমা হ্যামিলটন |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | সেসিল চোপিং |
চিত্রগ্রাহক | জন এফ. সেইৎজ |
সম্পাদক | হিউ বেনেট |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ওয়ার্নার ব্রস. |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ৯৯ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | নির্বাক ইংরেজি (আন্তঃভাষ্য) |
২য় একাডেমি পুরস্কার আয়োজন থেকে ফ্র্যাংক লয়েড শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে পুরস্কার অর্জন করেন এবং করিন গ্রিফিথ শ্রেষ্ঠ অভিনেত্রী ও জন এফ. সেইৎজ শ্রেষ্ঠ চিত্রগ্রহণ বিভাগে পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেন।[২]
কুশীলবসম্পাদনা
- করিন গ্রিফিথ - এমা হার্ট
- ভিক্টর ভারকনি - হোরাশিও নেলসন
- এইচ.বি. ওয়ার্নার - স্যার উইলিয়াম হ্যামিলটন
- ইয়ান কিথ - চার্লস গ্রেভিল
- মারি ড্রেসলার - মিসেস হার্ট
- মন্টাগু লাভ - ক্যাপ্টেন হার্ডি
- উইলিয়াম কঙ্কলিন - রোমনি
- ডরোথি কামিং - রানী মারিয়া ক্যারোলিনা
- মাইকেল ভাভিচ - রাজা ফার্ডিনান্ড
- ইভলিন হল - ডেভনশায়ারের ডাচেস
- হেলেন জেরোম এডি - লেডি নেলসন
সঙ্গীতসম্পাদনা
দ্য ডিভাইন লেডি চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সেসিল চোপিং। ছবিটির শীর্ষ গান "লেডি ডিভাইন"-এর গীত রচনা করেন রিচার্ড কুনৎজ এবং সুর করেছেন নাথানিয়েল শিলক্রেট। গানটি ১৯২৯ সালের জনপ্রিয় হিট গান হয়ে ওঠে। পরবর্তীকালে শিলক্রেট, ফ্র্যাংক মান, বেন সেলভিন, স্মিথ বালেউ, আদ্রিয়ান শুবের, স্যাম লেনিন ও বব হেরিং এই গানের রেকর্ড করেন।
পুরস্কার ও মনোনয়নসম্পাদনা
- বিজয়ী: শ্রেষ্ঠ পরিচালনা - ফ্র্যাংক লয়েড
- মনোনীত: শ্রেষ্ঠ অভিনেত্রী - করিন গ্রিফিথ
- মনোনীত: শ্রেষ্ঠ চিত্রগ্রহণ - জন এফ. সেইৎজ
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "Silent Era : Progressive Silent Film List"। সাইলেন্ট এরা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৮।
- ↑ "The 2nd Academy Awards | 1930"। অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৮।
বহিঃসংযোগসম্পাদনা
- অলমুভিতে দ্য ডিভাইন লেডি (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্য ডিভাইন লেডি (ইংরেজি)