দ্য টেমিং অব দ্য শ্রু

(দ্য টেইমিং অফ দ্য শ্রু থেকে পুনর্নির্দেশিত)

দ্য টেইমিং অফ দ্য শ্রু (ইং: The Taming of the Shrew) ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি নাটক। এর অধিকাংশ ঘটনা ঘটেছে ইতালির পাদোয়া এই শহরে। এটি একটি হাস্যরসাত্মক নাটক । নাটকটির রচনাকাল ১৫৯০-৯২ খ্রিষ্টাব্দ বলে অনুমিত।

দ্য টেইমিং অফ দ্য শ্রু,১৬২৩ খ্রি. সংস্করণের প্রচ্ছদ।

বাংলা ভাষায় এটি অনূদিত হয়েছে। অনুবাদে এর নাম রাখা হয়েছে মুখরা রমণী বশীকরণ। ১৯০৮ থেকে ১৯৯৪ খ্রি. পর্যন্ত কালপর্বে এই নাটকের ওপর ভিত্তি করে বিশ্বব্যাপী ২৮টি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। [১]

দ্য টেইমিং অফ দ্য শ্রু ক্যাথেরিনা মিনোলা’র কাহিনী। এই মহিলার স্বভাব কর্কশ, ব্যবহার চণ্ডালী। একে বিয়ে করে পিত্রুশিও। কী করে ধীরে ধীরে সুকৌশলে পিত্রুশিও ঐ বদস্বভাবী, দুর্বিনীত স্ত্রীকে অনুগত, মিষ্টভাষিণী নারীতে রূপান্তর করতে সক্ষম হয় তাই নিয়ে এই মজার নাটক।[১]

চরিত্রাবলি সম্পাদনা

  • ক্যাথরিনা (কেট) মিনোলা - নাম ভূমিকা
  • বিয়াঙ্কা মিনোলা - কেটের বোন
  • ব্যাপ্টিস্টা মিনোলা - কেট ও বিয়াঙ্কার পিতা
  • পেত্রুচিও - কেটের পাণিপ্রার্থী
  • গ্রেমিও - বিয়াঙ্কার বয়স্ক পাণিপ্রার্থী
  • লুসেনশিও - বিয়াঙ্কার পাণিপ্রার্থী
  • হর্টেনশিও - বিয়াঙ্কার পাণিপ্রার্থী ও পেত্রুচিওর বন্ধু
  • গ্রুমিও - পেত্রুচিওর ভৃত্য
  • ট্রানিও - লুসেনশিওর ভৃত্য
  • ভিনসেন্তিও - লুসেনশিওর পিতা
  • বায়োন্দেল্লো - লুসেনশিওর চাকর
  • উইডো - হর্টেনশিওর কর্তৃক পাণিপ্রার্থী
  • কার্টিস - পেত্রুচিওর চাকর
  • নাথানিয়েল - পেত্রুচিওর চাকর
  • জোসেফ - পেত্রুচিওর চাকর
  • পিটার - পেত্রুচিওর চাকর
  • নিকোলাস - পেত্রুচিওর চাকর
  • ফিলিপ - পেত্রুচিওর চাকর

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:দ্য টেমিং অব দ্য শ্রু