দ্য ক্রাউড (১৯২৮-এর চলচ্চিত্র)
দ্য ক্রাউড (ইংরেজি: The Crowd) একটি মার্কিন নির্বাক চলচ্চিত্র। কিং ভিডর এটি পরিচালনা করেন। ছবিটি ১৯২৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। [১]
দ্য ক্রাউড | |
---|---|
পরিচালক | কিং ভিডর |
প্রযোজক | আর্ভিং টালবের্গ |
রচয়িতা | কিং ভিডর জন উইভার |
শ্রেষ্ঠাংশে | এলেয়ানর বোর্ডম্যান জেমস মারি বার্ট রোচ এস্টেল ক্লার্ক |
মুক্তি | ১৮ই ফেব্রুয়ারি, ১৯২৮ |
স্থিতিকাল | ১০৪ মিনিট |
ভাষা | নির্বাক |
প্রভাবশালী ছবিটি প্রচুর প্রশংসা পায় এবং Unique and Artistic Production ক্যাটেগরিতে অস্কার পুরস্কারের জন্য মনোনয়ন পায়।
কাহিনী
সম্পাদনাকাহিনীর নায়ক নিউ ইয়র্ক শহরের এক উচ্চাভিলাষী কিন্তু উচ্ছৃঙ্খল অফিস কর্মচারী জন সিম্স (অভিনয়ে জেমস মারি) যে ম্যারি নামের এক তরুণীকে (অভিনয়ে এলেয়ানর বোর্ডম্যান) বিয়ে করে। তারা সংসার শুরু করে ও বৈবাহিক জীবনের টানাপোড়েন, আর্থিক ক্ষতি, ও অন্যান্য ট্রাজেডি সামলাতে হিমশিম খায়। আর সবকিছুর পটভূমিতে থাকে বড় শহর নিউ ইয়র্কের নামহীন, দয়ামায়াহীন মানুষের দঙ্গল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্য ক্রাউড (ইংরেজি).
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে দ্য ক্রাউড (১৯২৮-এর চলচ্চিত্র) সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইন্টারনেট মুভি ডেটাবেজে দ্য ক্রাউড (ইংরেজি)
- অলমুভিতে দ্য ক্রাউড (ইংরেজি)
- আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট ক্যাটালগে দ্য ক্রাউড
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে দ্য ক্রাউড
- Extensive review of the film.
- [১] analysis of the film. (archived)
- Review and article on making the film.
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |