দ্বিতীয় বিশ্বযুদ্ধ (বই)

দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১ম খন্ড) ডেল এইচ খান সম্পাদিত যুদ্ধ বিষয়ক সংকলন বই যা নালন্দা প্রকাশনী থেকে ২০১৮ সালে বাংলাদেশে প্রকাশিত হয়। বইটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী যোদ্ধা আর প্রত্যক্ষদর্শীদের লেখা সত্য ঘটনার অনুবাদ, অনুবাদের সাথে প্রাসঙ্গিক ঐতিহাসিক ছবি ও সাম্প্রতিক ইতিহাসের ভিত্তিতে রচিত পাদটীকা দিয়ে মোট দুই খণ্ডে সাজানো হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ (নালন্দা পেপারব্যাক সংস্করণ) ২০১৮
সম্পাদকডেল এইচ খান
অনুবাদকমনিকা রহমান মন,

অনিন্দ্য ঘোষ, আতিক রিয়াদ, হাসিবুল হক, আতাউর রহমান সিহাব, রাজীবুল হক, শাহরিয়ার মজুমদার, আজিমুল হক রিফাত, শফিকুল ইসলাম, মেহেদী হাসান, মুহিউদ্দীন ফাহিম, জামিল খান, শাহরিয়ার সৈকত, রাফায়েত আলভী, উত্তরাধিকার, রায়শাদ রেজা রাতুল, মোহাম্মদ কামাল হোসেন, মুহাইমিনুল ইসলাম, সা’দ আব্দুল্লাহ, ফেরদৌস,

আসিফ আহমেদ রুদ্র
অঙ্কনশিল্পীমনিকা রহমান মন
দেশবাংলাদেশ
বিষয়দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ধরনদ্বিতীয় বিশ্বযুদ্ধের বই
প্রকাশকনালন্দা প্রকাশনী
প্রকাশনার তারিখ
২০১৮
পৃষ্ঠাসংখ্যা৩৮৪

বিষয়বস্তু সম্পাদনা

১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর হিটলারের নাজি জার্মানি উদ্ভাবিত ‘ব্লিজক্রিগ’ নামক এক অভূতপূর্ব রণকৌশলে পোল্যান্ড জয়ের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এরপর সারা বিশ্ব অক্ষশক্তি বনাম মিত্রবাহিনীতে দ্বিধাবিভক্ত হয়ে যায় আর ক্রমশ এ যুদ্ধ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। যুদ্ধ চলতে থাকে জলে, স্থলে, সাগরে এবং সমুদ্রতলদেশেও। রোমহর্ষক আর রক্তক্ষয়ী সব যুদ্ধে ইতিহাসের পাতা ভারী হতে থাকে।

দশ লাখের বেশি প্রাণ হারানোর পর স্ট্যালিনগ্রাদের যুদ্ধকে ইতিহাস রেকর্ড করল সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে, কুরশকের যুদ্ধে বিশ্ব দেখল ইতিহাসের বিশালতম সাঁজোয়া (ট্যাংক) যুদ্ধ, ডি-ডেতে ইতিসের বৃহত্তম এম্ফিবিয়াস ল্যান্ডিং, আর হিরোশিমা ও নাগাসাকির বুকে প্রথমবারের মতো অ্যাটম বোমা বিস্ফোরিত হবার পর জাপানের আত্মসমর্পণের মাধ্যমে-এই মহাযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ১৯৪৫ সালের ২রা সেপ্টেম্বর তারিখে।

যে কোনো যুদ্ধের মতোই দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও একটি সুবিশাল প্রেক্ষাপট আছে; আছে পরোক্ষ আর প্রত্যক্ষ অনেক কারণ। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস কিংবা গল্প মানেই রাজনীতি আর কূটনীতির গল্প, যুদ্ধের প্রেক্ষাপট আর প্রস্তুতির গল্প, যুদ্ধ শুরুর গল্প, আকাশ-স্থল-নৌ-সাবমেরিন যুদ্ধের গল্প, নেতৃত্ব আর সৈনিকতার গল্প, আবিষ্কার আর গুপ্ত অভিযানের গল্প, যুদ্ধাহত আর যুদ্ধবন্দিদের গল্প, অযোদ্ধা আর কোল্যাটেরাল ড্যামেজের গল্পসহ অসংখ্য সব গল্প।

ভিন্ন আঙ্গিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে পাঠকের সামনে তুলে ধরতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী আর প্রত্যক্ষদর্শীদের কিছু সত্য ঘটনা দিয়ে সাজানো হয়েছে এই সংকলন। ছয় বছরব্যাপী সংঘটিত এই যুদ্ধের ধারাবাহিকতা ঠিক রাখতে গল্পগুলো ক্রমানুসারে সাজানো হয়েছে। গল্পগুলোকে আরও আকর্ষণীয় করতে প্রতিটি গল্পে প্রাসঙ্গিক ক্যাপশনসহ ঐতিহাসিক ছবি সংযোজন করা হয়েছে। এছাড়াও সামরিক ইতিহাসের ভক্তদের কথা মাথায় রেখে অধিকাংশ গল্পের শেষে আছে পাদটীকা, যেখানে গল্প সংশ্লিষ্ট অভিযানের একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে।

সম্পাদক ও অনুবাদক সম্পাদনা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ বইটি একটি সম্মিলিত প্রয়াসের ফসল। লে. কর্নেল মুহাম্মদ লুৎফুল হক (অব.) নিকট হতে এই দুষ্প্রাপ্য গল্পগুলোর সন্ধান পাবার পর ডেল এইচ খান একুশজন অনুবাদক নিয়ে "টিমWW2" নামে একটি পর্ষদ গঠন করে। গল্পগুলোতে উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়া, রিডার্স ডাইজেস্টসহ বিবিধ বই, ম্যাগাজিন এবং ইন্টারনেটভিত্তিক উৎস থেকে সংগৃহীত তথ্য, উপাত্ত এবং ছবি সংযোজন করা হয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা