দ্বিতীয় আল-ওয়ালিদ
উমাইয়া খলিফা
(দ্বিতীয় আল ওয়ালিদ থেকে পুনর্নির্দেশিত)
ওয়ালিদ ইবনে ইয়াজিদ বা দ্বিতীয় ওয়ালিদ (৭০৬ – ১৭ এপ্রিল ৭৪৪) (আরবি: الوليد بن يزيد) ছিলেন একজন উমাইয়া খলিফা। তিনি ৭৪৩ থেকে ৭৪৪ সাল পর্যন্ত শাসন করেন। তার চাচা হিশাম ইবনে আবদুল মালিকের উত্তরসুরি হিসেবে তিনি খলিফার পদে আসীন হন। তার সময়ে যায়েদ ইবনে আলীর পুত্র ইয়াহিয়া বিদ্রোহ ঘোষণা করলে ততকালীন গভর্নর ওমর ৭৪৩ খৃষটাবদে তাকে হত্যা করেন৷ এটিকে উমাইয়াদের পতনের অন্যতম কারণ হিসেবে ধরা হয়৷
ওয়ালিদ ইবনে ইয়াজিদ | |||||
---|---|---|---|---|---|
উমাইয়া খিলাফতের ১১তম খলিফা দামেস্কের উমাইয়া খলিফা | |||||
রাজত্ব | ৭৪৩–৭৪৪ | ||||
পূর্বসূরি | হিশাম ইবনে আবদুল মালিক | ||||
উত্তরসূরি | তৃতীয় ইয়াজিদ | ||||
জন্ম | ৭০৬ | ||||
মৃত্যু | ১৭ এপ্রিল ৭৪৪ | ||||
| |||||
রাজবংশ | উমাইয়া রাজবংশ, মারওয়ানি শাখা | ||||
পিতা | দ্বিতীয় ইয়াজিদ |
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- Muhammad ibn Jarir al-Tabari History, v. 26 "The Waning of the Umayyad Caliphate," transl. Carole Hillenbrand, SUNY, Albany, 1989
- Glubb, Sir John, The Empire of the Arabs, Hodder and Stoughton, london, 1963
তথ্যসূত্র
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে দ্বিতীয় আল-ওয়ালিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
পূর্বসূরী হিশাম |
খলিফা ৭৪৩–৭৪৪ |
উত্তরসূরী তৃতীয় ইয়াজিদ |