দ্বিতীয় আলমগীর
আজিজ-উদ-দীন আলমগীর দ্বিতীয় (৬ জুন ১৬৯৯-২৯ নভেম্বর ১৭৫২), ৩ মার্চ, ১৭৫৪ থেকে ২৯ নভেম্বর ১৭৫৯ খ্রিষ্টাব্দে ভারতের ১৪ তম মুঘল সম্রাট ছিলেন। তিনি জাহান্দার শাহের পুত্র ছিলেন। তিনি একজন দুর্বল শাসক ছিলেন, সমস্ত ক্ষমতা তার উজির ইমাদ-উল-মুলকের হাতে ন্যস্ত ছিল।
দ্বিতীয় আলামগীর | |||||
---|---|---|---|---|---|
মুঘল সম্রাট | |||||
![]() | |||||
১৩ তম মুঘল সম্রাট | |||||
রাজত্ব | ২জুন ১৭৫৪-২৯ নভেম্বর ১৭৫৯ | ||||
পূর্বসূরি | আহমেদ শাহ বাহাদুর | ||||
উত্তরসূরি | তৃতীয় শাহজাহান | ||||
রাজপ্রতিভূ | ইমাদ-উল-মুলক (১৭৫৪–১৭৫৬) নাজিব-উদ-দৌলা (১৭৫৬-১৭৫৯) ইমাদ-উল মুলল] (১৭৫৯) | ||||
জন্ম | মুলতান, মুঘল সাম্রাজ্য | ৬ জুন ১৬৯৯||||
মৃত্যু | ২৯ নভেম্বর ১৭৫৯ ফতেহ শাহ কোটলা , মুঘল সাম্রাজ্য | (বয়স ৬০)||||
সমাধি | |||||
দাম্পত্য সঙ্গী | জিনাত মহল ফাইজ বখত বেগম আজিজাবাদি মাহল লতিফা বেগম জিনাত আফ্রুজ বেগম আওরঙবাদি মল | ||||
বংশধর | দ্বিতীয় শাহ আলম মির্জা মুহাম্মদ আলি আসগর বাহাদুর মির্জা মুহাম্মদ হারুন হিদায়াত বখস্ বাহাদুর তালি মুরাদ শাহ বাহাদুর মির্জা জামিয়ত শাহ বাহাদুর মুহাম্মাদ হিম্মত শাহ বাহাদুর আহসান-উদ-দিন মুহাম্মদ বাহাদুর মির্জা মুবারক শাহ বাহাদুর | ||||
| |||||
রাজবংশ | তিমুরিদ | ||||
পিতা | জাহানদার শাহ | ||||
মাতা | মুয়াজ্জামাবাদি মহল | ||||
ধর্ম | ইসলাম |
১৭৫৬ খ্রিষ্টাব্দে আহমদ শাহ দুররানি পুনরায় ভারত আক্রমণ করেন এবং দিল্লি দখল করেন এবং মথুরা লুণ্ঠন করেন। ইমাদ-উল-মুল্কের সাথে তাদের সহযোগিতার কারণে মারাঠারা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং সমগ্র উত্তর ভারতে আধিপত্য বিস্তার করে। এটি মারাঠা সম্প্রসারণের সর্বোচ্চ চূড়া ছিল, যা মুঘল সাম্রাজ্যের জন্য বড় সমস্যা সৃষ্টি করেছিল, ইতিমধ্যে কোনও শক্তিশালী শাসক না থাকায় দুর্বল ছিল। দ্বিতীয় আলমগীর এবং তার দখলদার উজির ইমাদ-উল-মুলকের মধ্যে সম্পর্কএখন খারাপ হয়ে গিয়েছিল, তাদের ঝামেলাপূর্ণ সম্পর্ক ইমাদ-উল-মুলক কর্তৃক আলমগীরকে হত্যার মাধ্যমে শেষ হয়েছিল। দ্বিতীয় আলমগীরের পুত্র আলী গওহর দিল্লি থেকে নিপীড়ন থেকে রক্ষা পেয়েছিলেন এবং তৃতীয় শাহজাহান সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন।
প্রাথমিক জীবনসম্পাদনা
দ্বিতীয় আলমগীর ১৬৯৯ সালের ৬ জুন বুরহানপুরে জন্মগ্রহণ করেন এবং ভবিষ্যত সম্রাট বাহাদুর শাহের (শাহ আলম) পুত্র মুইজউদ্দিনের দ্বিতীয় পুত্র ছিলেন। তাঁর মা অনুপ বাঈ ছিলেন একজন জাট, তাঁর অস্তিত্ব সম্পর্কে খুব কম স্পষ্টতা ছিল।[১]
- ↑ Lal, Muni (১৯৮৯)। Mini Mughals (ইংরেজি ভাষায়)। Konark Publishers। পৃষ্ঠা ৬৭। আইএসবিএন 978-81-220-0174-7।