দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদ
দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদ (রুশ: О диалектическом и историческом материализме), হচ্ছে জে. ভি. স্তালিন কর্তৃক রচিত সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি এবং মার্কসবাদ-লেনিনবাদ ও স্তালিনবাদের মতাদর্শিক কেন্দ্রীয় গ্রন্থ।
পুস্তিকাটি ১৯৩৮ সালে প্রথম প্রকাশিত হয় এবং সেটি লেনিনের দার্শনিক রচনাবলী ও তৎকালীন "সোভিয়েত ইউনিয়নের বলশেভিক কমিউনিস্ট পার্টির সংক্ষিপ্ত ইতিহাসকে" গভীরভাবে উপস্থাপন করে। পরে এটি সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় মতবাদ হিসেবে গৃহীত হয়। পুস্তিকাটির শিরোনাম দ্বান্দ্বিক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদকে উল্লেখ করে।
বইটির সারমর্মসম্পাদনা
দ্বন্দ্বমূলক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদ ... লেনিন এবং মাউও এর অবদান..
বহিঃসংযোগসম্পাদনা
- Dialectical and Historical Materialism at marxists.org.