দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদ

দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদ (রুশ: О диалектическом и историческом материализме), হচ্ছে জে. ভি. স্তালিন কর্তৃক রচিত সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি এবং মার্কসবাদ-লেনিনবাদস্তালিনবাদের মতাদর্শিক কেন্দ্রীয় গ্রন্থ।

জোসেফ স্টালিন (একটি কোড নাম যার অর্থ "ইস্পাতের মানুষ") রাশিয়ান সাম্রাজ্যের ট্রান্সককেশীয় অংশ, জর্জিয়ার গোরিতে 1878 সালে ইওসিফ (জোসেফ) ভিসারিওনোভিচ ঝুগাশভিলির জন্ম হয়েছিল।

পুস্তিকাটি ১৯৩৮ সালে প্রথম প্রকাশিত হয় এবং সেটি লেনিনের দার্শনিক রচনাবলী ও তৎকালীন "সোভিয়েত ইউনিয়নের বলশেভিক কমিউনিস্ট পার্টির সংক্ষিপ্ত ইতিহাসকে" গভীরভাবে উপস্থাপন করে। পরে এটি সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় মতবাদ হিসেবে গৃহীত হয়। পুস্তিকাটির শিরোনাম দ্বান্দ্বিক বস্তুবাদঐতিহাসিক বস্তুবাদকে উল্লেখ করে।

বইটির সারমর্মসম্পাদনা

দ্বন্দ্বমূলক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদ ... লেনিন এবং মাউও এর অবদান..

বহিঃসংযোগসম্পাদনা