দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়

কুষ্টিয়া জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়

দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় অবস্থিত যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়[] বিদ্যালয়টি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।[] ২০১৪ সালের ০২ অক্টোবর বিদ্যালয়টি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করে।[] ২০১৮ সালে বিদ্যালয়টি সরকারিকরণের প্রজ্ঞাপন জারি হয়।[] পরবর্তীতে ২০২৩ সালে ২৩ জন শিক্ষককে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়।[]

দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়
অবস্থান
মানচিত্র

স্থানাঙ্ক২৪°০০′০৫″ উত্তর ৮৮°৫২′৩২″ পূর্ব / ২৪.০০১৩৮৫৩° উত্তর ৮৮.৮৭৫৫৪৪৯° পূর্ব / 24.0013853; 88.8755449
তথ্য
প্রাক্তন নামদৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়
বিদ্যালয়ের ধরনসরকারি মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯৬৩; ৬২ বছর আগে (1963)[]
বিদ্যালয় বোর্ড
বিদ্যালয় জেলাকুষ্টিয়া জেলা
বিদ্যালয় কোড২৭০৯৬[] (বাকাশিবো)
ইআইআইএন১১৭৫০২[]
লিঙ্গবালক-বালিকা
শ্রেণি৬ষ্ঠ-১০ম
ভাষাবাংলা
ক্যাম্পাসসমূহ১টি
ক্যাম্পাসের ধরনশহুরে
ওয়েবসাইটdaulatpurpilotsecondaryschool.jessoreboard.gov.bd

অবস্থান

সম্পাদনা

বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের সদরদপ্তর অর্থাৎ দৌলতপুর শহরে অবস্থিত। কুষ্টিয়া থেকে বিদ্যালয়টির দুরত্ব ৩৩ কিলোমিটার।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন-দৌলতপুর ইউনিয়ন, দৌলতপুর। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২২ 
  2. "Daulatpur Govt. Pilot Model Secondary School, EIIN - 117502"মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২২ 
  3. "List of SSC Vocational"বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। Archived from the original on ২০২৪-০৫-২০। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২২ 
  4. যুগান্তর রিপোর্ট (২০১৮-০৯-১৪)। "সরকারি করা হল ৪৪ বেসরকারি বিদ্যালয়"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২২ 
  5. "জাতীয়করণকৃত দৌলতপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া এর ২৩ জন শিক্ষককে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান করা হলো" (পিডিএফ)মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২২