দৌলতপুর থানা, খুলনা

(দৌলতপুর থানা (খুলনা) থেকে পুনর্নির্দেশিত)

দৌলতপুর থানা হলো বাংলাদেশের খুলনা বিভাগ এর মধ্যে অবস্থিত খুলনা জেলার একটি থানা।

দৌলতপুর
থানা
দৌলতপুর বাংলাদেশ-এ অবস্থিত
দৌলতপুর
দৌলতপুর
স্থানাঙ্ক: ২২°৫৩.৩′ উত্তর ৮৯°৩১′ পূর্ব / ২২.৮৮৮৩° উত্তর ৮৯.৫১৭° পূর্ব / 22.8883; 89.517
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাখুলনা জেলা
আয়তন
 • মোট৭.৬৯ বর্গকিমি (২.৯৭ বর্গমাইল)
জনসংখ্যা (১৯৯১)
 • মোট৮১,১৮৬
 • জনঘনত্ব১০,৫৫৭/বর্গকিমি (২৭,৩৪০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

ভৌগোলিক অবস্থান

সম্পাদনা

দৌলতপুর ২২°৫৩′১৫″ উত্তর ৮৯°৩১′০০″ পূর্ব / ২২.৮৮৭৫° উত্তর ৮৯.৫১৬৭° পূর্ব / 22.8875; 89.5167 অবস্থিত। এখানে পরিবার এর ১৭০৯৭ টি ইউনিট এবং মোট এলাকা ৭.৬৯ কিমি রয়েছে।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

১৯৯১ সালের বাংলাদেশ আদমশুমারি এর হিসাব অনুযায়ী দৌলতপুরে ৮১১৮৬ জনসংখ্যা রয়েছে। জনসংখ্যার গঠন অনুসারে পুরুষদের ৫৫% এবং নারী ৪৫% রয়েছে। এই উপজেলার আঠারো বছর বয়সের উপর পর্যন্ত জনসংখ্যা ৪৫৬৯১। দৌলতপুরের গড় গড় শিক্ষার হর ৬০.৪% এর উপরে (৭+ বছর বয়স পর্যন্ত) এবং জাতীয় গড় হার অনুসারে শিক্ষিতে হার ৩২.৪%।[]

প্রশাসনিক অবস্থান

সম্পাদনা

দৌলতপুরে মোট ২টি ইউনিয়ন/ওয়ার্ড, ৩৭টি মৌজা/মহল্লা এবং ০টি গ্রাম রয়েছে।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Population Census Wing, BBS."। মার্চ ২৭, ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ১০, ২০০৬