দুষ্টু কোকিল (গান)
চলচ্চিত্রের গান
দুষ্টু কোকিল হলো শাকিব খান অভিনীত ২০২৪ সালের ১৭ জুন ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত তুফান চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান।[১][২]
"দুষ্টু কোকিল" | |
---|---|
![]() | |
তুফান অ্যালবাম থেকে | |
আকাশ সেন, দিলশাদ নাহার কনা কর্তৃক সঙ্গীত | |
ভাষা | বাংলা |
মুক্তিপ্রাপ্ত | ২০ জুন ২০২৪ |
দৈর্ঘ্য | ৩:৩৮ |
সুরকার | আকাশ সেন |
গীতিকার | আকাশ সেন |
প্রযোজক | সেলিম রেজা (ফোকাস স্টুডিও ঢাকা, বাংলাদেশ) ও রবি মাঝি (স্টুডিও হংসধ্বনি, কলকাতা) |
রচনা ও সুরারোপ
সম্পাদনারায়হান রাফী পরিচালিত তুফান ছবির দুষ্টু কোকিল গানে কণ্ঠ দেন সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী আকাশ সেন ও দিলশাদ নাহার কণা। গানটি কথা, সুর ও সংগীত করেন আকাশ সেন। সিনেমায় গানটিতে প্রধান চরিত্রে পারফর্ম করেছেন বাংলাদেশের শাকিব খান ও ভারতের মিমি চক্রবর্তী।[৩][৪][৫][৬]
জনপ্রিয়তা
সম্পাদনাদুষ্টু কোকিল গানটি ইউটিউবে প্রকাশের পরপরই ট্রেন্ডিংয়ে চলে আসে। তখন বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের তালিকায় জায়গা করে নেয় এই গানটি। ২০২৪ সালের ২২ আগস্ট পর্যন্ত ইউটিউবে গানটি ১৩.১ কোটি বারের বেশি দেখা হয়েছে।[৭][৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'দুষ্টু কোকিল' দেখে কী বলছেন দর্শক?"। চ্যানেল আই অনলাইন। ২০২৪-০৬-২০। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২।
- ↑ "'দুষ্টু কোকিল' গান নিয়ে যা বললেন রুনা লায়লা"। inews.zoombangla.com। ২০২৪-০৭-১৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২।
- ↑ "'দুষ্টু কোকিল'-এ মেতেছে দর্শক"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২।
- ↑ "শাকিব যখন বন্দুক দেখিয়ে নাচতে বললেন...বেশ লেগেছে মিমির"। প্রথম আলো। ২০২৪-০৬-২৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২।
- ↑ "শাকিবের 'দুষ্টু কোকিল' মিমিকে পোশাক নিয়ে তুমুল ট্রোল! ভারতে কবে মুক্তি তুফানের?"। হিন্দুস্তান টাইমস। ২০২৪-০৬-২১। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২।
- ↑ "'দুষ্টু কোকিল' গান তৈরির গল্প বললেন কনা"। inews.zoombangla.com। ২০২৪-০৭-১০। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২।
- ↑ "১ নম্বরে 'দুষ্টু কোকিল'"। প্রথম আলো। ২০২৪-০৬-২৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২।
- ↑ "ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে 'দুষ্টু কোকিল'"। দ্য ডেইলি স্টার। ২০২৪-০৬-২৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২।