দুরন্ত টিভি
দুরন্ত টিভি বাংলাদেশের প্রথম শিশু-কিশোরদের অনুষ্ঠানভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। ৫ অক্টোবর ২০১৭ সালে চ্যানেলটি পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করে[১] ও ১৫ অক্টোবর থেকে পূর্ণ সম্প্রচার শুরু করে। ‘দুরন্ত’ টিভির পরিচালক হলেন অভিজিৎ চৌধুরী, প্রকল্প পরিচালক শাকিব আরিফিন, অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার, বিপণন বিভাগের প্রধান হলেন আমজাদ হোসেন আরজু।
দুরন্ত টেলিভিশন | |
---|---|
![]() দুরন্ত টিভি লোগো | |
উদ্বোধন | ১৫ অক্টোবর, ২০১৭ |
মালিকানা | বারিন্দ মিডিয়া লিমিটেড |
স্লোগান | আনন্দে সারাদিন |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
প্রচারের স্থান | জাতীয় |
প্রধান কার্যালয় | বনানী, ঢাকা |
ওয়েবসাইট | duronto.tv |
অনুষ্ঠানমালাসম্পাদনা
- সুইট লিটল মনস্টার সকাল ৭-০০
- সিসিমপুর সকাল ৮-০০
- ইনা মিনা ডীকা ৯-০০
- গোলক ধাঁধা ১০-০০
- দা মিনি টিইটি কিডস ১০- ৩০
- খাট্টা মিঠা ১১- ৩০
- ইয়াকারি ১২ -০০
- হাবলু গাবলু ১-০০
- ববি এন্ড বিল ১-৩০
- গোলক ধাঁধা ২-৩০
- দুরন্ত সিনেমা সময় ৩-০০
- বর্ণমালার ঘর ৫-০০
- দা মিনি টিইটি কিডস ৫-৩০
- খাট্রা মিঠা ৬ - ৩০
- ইয়াকারি ৭ - ০০
- কাবলু বাললু ৮ - ০০
- ববি এন্ড বিল ৮ -৩০
- রঙ বেঙের গল্প ৯ -৩০
- দুরন্ত সিনামা সময় ১০-০০
আসন্নসম্পাদনা
- ক্লিফোর্ড দ্যা বিগ রেড ডগ
পূর্ব প্রচারিত অনুষ্ঠান মালাসম্পাদনা
- টিরিগিরি টক্কা
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "শিশুতোষ টেলিভিশন 'দুরন্ত'র যাত্রা শুরু"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৮।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |